ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে বসন্ত উৎসব

ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে বসন্ত উৎসব

0
1089
শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে আগমন ঘটে নতুনের, আর তা জানা দিতে আসে ঋতুরাজ বসন্ত। প্রকৃতি সাজে নতুন সাজে বিভিন্ন জায়গায় চলে ঋতুরাজ বসন্তকে ঘিরে নানা আয়োজন। তেমনি আজ ১৫ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে পালিত হয় বসন্ত উৎসব।
 
সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটির শিক্ষক আতিকুর রহমান। তিনি বলেন, শীতের জরাজীর্ণতাকে ছিন্ন করে আমাদের কাছে ধরা দেয় ঋতুরাজ বসন্ত। প্রকৃতিকে রাঙায় নতুন রূপে। শীত যখন কুয়াশার চাদরে মুরে রাখে প্রকৃতিকে ঠিক তখনই আগমন হয় বসন্তের। কোকিলের কুহুতান, গাছে নতুন কুড়ি আর দখিনা বাতাসের প্রবাহ জানান দেয় ফাল্গুনের আগমন।
 
ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটরি প্রিন্সিপাল মোঃ শাখাওয়াত হোসেন বলেন, বসন্ত প্রকৃতিকে উৎফুল্লিত করে জরাজিণর্তা কে ঝেড়ে ফেলে। প্রকৃতিকে নতুন রূপ দেয় তেমনি শিক্ষার্থীদেরকেও, সমাজের জরাজীর্ণতা কে মুছে ফেলে সমাজকে সাজাতে হবে নতুন ও সমৃদ্ধশালী ভাবে, এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে।
 
বসন্ত উৎসবে শিক্ষার্থীরা ইন্সটিটিউটকে বর্ণিল সাজে সাজায় এবং শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরাও সাজে বসন্তের সাজে। শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকরে সেখানে শিক্ষকমণ্ডলীও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির প্রিন্সিপাল মোঃ শাখাওয়াত হোসেন এবং বিবিএ ডিপার্টমেন্টের কো-অরডিনেটর লক্ষন চন্দ্র রবিদাস সহ বিভিন্ন ব্যাচের কো-অরডিনেটর ও শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা।