ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ড্রাইভিং পেশা সবচেয়ে মূল্যবান : প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণের...

ড্রাইভিং পেশা সবচেয়ে মূল্যবান : প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

0
2106

‘সকল কাজেরই আলাদা মূল্য রয়েছে। দিন পরিবর্তন হয়েছে। ড্রাইভিং পেশাকে কেউ ছোট বলতে পারবে না’ বলে উল্লেখ করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

১৩ নভেম্বর, মঠবাড়ীতে অনুষ্ঠিত ‘প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ’-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে ৫-১৩ নভেম্বর এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ১৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট গমেজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বর্তমানে নিরাপদ সড়ক বাংলাদেশে একটি বড় ইস্যু। কিছুদিন পূর্বে দেশে নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনের ফলে যে পরিস্থিতির সৃৃষ্টি হয়েছিল, তার কিছুদিন পূর্বেই ঢাকা ক্রেডিট ও নিটোল টাটা যৌথভাবে ড্রাইভিং প্রশিক্ষণ শুরু করেছে। বর্তমানে ভালমানের ড্রাইভিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই দিক বিবেচনায় রেখে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ প্রকল্পটি এগিয়ে নিয়ে যাচ্ছি।’

‘বাংলাদেশের মানুষ সকল পেশাকে সম্মান করতে পারে না, কিন্তু সকল কাজেরই আলাদা মূল্য রয়েছে। এখন দক্ষ চালক এবং বৈধ্য লাইসেন্সের অনেক গুরুত্ব রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে গাড়ি চালনায়ও ভাল সুযোগ রয়েছে। এই পেশায় অর্থনৈতিকভাবে টিকে থাকাও সহজ। তাই আপনাদের এই পেশাকে কেউ ছোট বলতে পারবে না।’ বলেন প্রেসিডেন্ট গমেজ।

তিনি প্রশিক্ষণার্থীদের শুভকামনা করে বলেন, ‘প্রশিক্ষণ শেষে আপনাদের কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হলে, ঢাকা ক্রেডিট আপনাদের পাশে থাকবে। নিয়মিতভাবে ঢাকা ক্রেডিট ও নিটোল টাটা এই ড্রাইভিং প্রশিক্ষণ পরিচালনা করবে। কিশোরগঞ্জ টেকনিক্যাল এবং গাড়িচালানোর প্রশিক্ষণ শেষে ঢাকা ক্রেডিট প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। আগামী প্রশিক্ষণে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে গাড়িচালানো অনুশীলনের জন্য একটি গাড়িও দেওয়া হবে।’

বিশেষ অতিথি হিসেবে কোরিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি’র (কোইকা) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জো হাই-উং-গিউ বলেন, ‘কিছু দিন পূর্বে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ আমাকে এই ধরণের ড্রাইভিং প্রশিক্ষণের বিষয়ে বলার পর আমি অবাক হই। সবাই জানেন, কিছু দিন পূর্বে বাংলাদেশে সংগঠিত নিরাপদ সড়কের আন্দোলনের বিষয়ে। এই সময়ে এ ধরণের প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্টের কথা শুনে আমি এখানে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করি।’

‘ড্রাইভিং পেশা সবচেয়ে মূল্যবান। এই পেশার ব্যাপক চাহিদা রয়েছে। আশা করছি ঢাকা ক্রেডিটের এই মহতী প্রকল্প আরো বড় হবে’ বলেন হাই-উং-গিউ।

অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, নিটোল টাটার সহকারী মার্কেটিং ম্যানেজার লিটন জেরাল্ড কস্তা, ইউরোপকার বাংলাদেশ’র সেলস্ এন্ড মার্কেটিং সহকারী ম্যানেজার এস. এম. হাসান ইমাম ভূঁইয়া, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর আগস্টিন প্রতাপ গমেজ, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, ঢাকা ক্রেডিটের সহকারী প্রধান নির্বাহী অফিসার লিটন টি. রোজারিও, মার্কেটিং ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার সোহেল রোজারিও প্রমুখ।

ধন্যবাদ বক্তব্য রাখেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া।

অন্যান্য বক্তারা এ সময় বলেন, ‘আমরা অদক্ষ ড্রাইভারের কারণে কোনো না কোনোভাবে দুর্ঘটনার শিকার হই। ‘আশা করি এই ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা হলেও নিরাপদ সড়কের দাবি পূরণ হতে পারে। কাজের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষাও একটি মৌলিক চ্যালেঞ্জ। আশা করি, প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জগ্রহণ করতে পারবো।’

তারা বলেন, ‘চালকরা শুধু মানুষ বহন করে না, দেশও বহন করেন। কেননা গাড়ির চাকা না ঘুরলে, দেশের অর্থনীতির চাকাও ঘুরবে না। তাই ড্রাইভিং পেশার মূল্য অনেক বেশি। ভাল গাড়ি চালানোর সাথে সাথে আচরণ ও ভাষাগত অভিজ্ঞতা থাকাও জরুরী। তাহলেই দক্ষ চালক হওয়া সম্ভব। আর দক্ষ চালক গড়ে তোলার কাজগুলো ঢাকা ক্রেডিট এবং নিটোল টাটা করে যাচ্ছে। আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নিজেদের, পরিবারের, সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়ন বয়ে আনবেন।’

বক্তব্য শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এ সময় প্রেসিডেন্ট গমেজ বিশেষ অতিথি জো হাই-উং-গিউ এবং এস. এম. হাসান ইমাম ভূঁইয়ার হাতে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের এডমিন এন্ড এইচআরডি ডিপার্টমেন্ট’র চিফ অফিসার সুইটি সি. পিউরীফিকেশন, ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার, নিটোল টাটার মার্কেটিং অফিসার সাইফুল ইসলামসহ আরো অনেকে।

উক্ত প্রশিক্ষণটির সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ঢাকা ক্রেডিটের এডমিন এন্ড এইচআরডি ডিপার্টমেন্টের ট্রেইনি অফিসার এলভিন মার্টিন বিশ্বাস। তাকে সহযোগিতা করেন ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টার ইনচার্জ লিন্টাস মাইকেল দেশাই।

উল্লেখ্য, এবার দ্বিতীয়বারের মতো ঢাকা ক্রেডিট এবং নিটোল টাটা যৌথভাবে ড্রাইভিং প্রশিক্ষণ শেষ করেছে। প্রথমে কিশোরগঞ্জ নিটোল টাটার নিজস্ব জায়গায় ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হয়। এর পর ঢাকা ক্রেডিট ১০ দিনের জন্য ‘প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ’ প্রদান করেছে।

ডিসিনিউজ/আরবি.এইচআর. ১১ নভেম্বর ২০১৮