ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ড. সা’দত হুসাইনের মৃত্যুতে সমবায়ী নেতৃবৃন্দের শোক প্রকাশ

ড. সা’দত হুসাইনের মৃত্যুতে সমবায়ী নেতৃবৃন্দের শোক প্রকাশ

0
605

ডিসিনিউজ, ঢাকা
সমবায় অধিদপ্তরের প্রাক্তন নিবন্ধক ও মহাপরিচালক ড. সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা ড. সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি। তাঁর আত্মার চির শান্তি কামনা করি।’
২৩ এপ্রিল অসুস্থাবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন ড. সা’দত হুসাইন (৭৩)।
তাঁর মৃত্যুতে আরো শোক জানিয়েছেন দি সেন্ট্রোল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড-এর চেয়ারম্যান নির্মল রোজারিও। তিনি বলেন, ‘ড. সা’দত হুসাইনের খ্রিষ্টানদের দ্বারা পরিচালিত ক্রেডিট ইউনিয়নগুলো সাথে সুসম্পর্ক ছিলো। তিনি খুবই দক্ষ ও সৃজনশীল ছিলেন। তাঁর চলে যাওয়াতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সমবায় অধিদপ্তরের প্রাক্তন নিবন্ধক ও মহাপরিচালক থাকাকালে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) প্রতিষ্ঠিত হয়।’
প্রসঙ্গত, ১৯৭৯ সনে ঢাকা ক্রেডিটের শিক্ষা তহবিলের অর্থের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিলো কাল্ব এবং সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে ও দেশব্যাপী কাজ করার অনুমতি লাভ করে।

জীবনী:

– জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (২৭-১১-১৯৯৫ থেকে ১২-০২-১৯৯৭)

– মন্ত্রিপরিষদ সচিবের (০৬-০৫-২০০২ থেকে ২৭-১১-২০০৫)

– বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান (০৯-০৫-২০০৭ থেকে ২৩-১১-২০১১)

#এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ড. সা’দত হুসাইন নানা গুরুত্বপূর্ণ পদে থেকে বাংলাদেশকে আলোকিত করে গেছেন।

– স্বরাষ্ট্র সচিব,

– শিক্ষা সচিব,

– প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব,

– অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব,

– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব,

– অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব,

– বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব,

– বিসিএস (প্রশাসন) একাডেমির মহাপরিচালক,

– বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক,

– সমবায় অধিদপ্তরের রেজিস্ট্রার ও মহাপরিচালক

– বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (BARD) মহাপরিচালক,

– বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক ও

সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমির পরিচালক।

এবং পাকিস্তান আমলে জামালপুর মহুকুমার মহুকুমা প্রশাসক (SDO) ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. সা’দত হুসাইন ।

জন্ম ও শিক্ষা জীবনঃ

বীর মুক্তিযোদ্ধা ড. সা’দত হুসাইন স্যার ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্ম গ্রহণ করেন। তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন।

ড. সা’দত হুসাইন স্যার পাকিস্তান আমলে ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন পরে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রবাসী সরকারে যেভাবে দায়িত্ব পালন করেন, তা তিনি লিখে গেছেন ‘মুক্তিযুদ্ধের দিন-দিনান্ত’ বইয়ে।