ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজের জন্মদিন আজ

ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজের জন্মদিন আজ

0
188

ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্যাথলিক মহাধর্মপ্রদেশের ধর্মপাল আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজের জন্মদিন আজ।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজের জন্ম নবাবগঞ্জের পুরান তুইতাল গ্রামে ৯ ফেব্রুয়ারি ১৯৫৬ খ্রিষ্টাব্দে। তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তেন তখন তাঁর বাবা গোল্লা ধর্মপল্লীতে বাড়ি করেন। তাঁর বাবা মধ্য প্রাচ্যে চাকরি করতেন। বাবা যখন দেশে আসতেন তখন তিনি দেখতেন ধর্মের প্রতি তাঁর বাবার কত ক্ষুধা। তাঁর বাবার ভক্তি পুষ্পের প্রার্থনা সব মুখস্ত ছিলো। তিনি সব সময় রোজারি মালা করতেন।
আর্চবিশপ বিজয় যখন কিশোর ছিলেন, তখন শহীদ ফাদার ইভান্স সিএসসি’র পবিত্র জীবন দেখে তিনি নিজে ফাদার হতে অনুপ্রেরণা লাভ করেন। এ ছাড়া তিনি যখন বান্দুরা স্কুলে পড়তেন তখন হলি ক্রস ব্রাদারদের সুন্দর জীবনাচরণ দেখে ধর্মীয় জীবনের প্রতি তাঁর আকর্ষণ বৃদ্ধি পায়।
তিনি পুরোহিত হন ২০ ফেব্রুয়ারি ১৯৮৭ খ্রিষ্টাব্দে। গত বছর ২৭ নভেম্বর কাকরাইলের ক্যাথিড্রালে এক ধর্মীয় ভাব-গাম্বীর্যের মধ্য দিয়ে তাঁর আর্চবিশপীয় অধিষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকার আর্চবিশপের ৬ষ্ঠ আর্চবিশপের দায়িত্ব পালনের আগে তিনি খুলনা ও সিলেটের বিশপ হিসেবে সেবা দিয়েছেন।
ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমইআই-এর জন্মদিন উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।