শিরোনাম :
ঢাকায় বিশ্ব শিল্পের মিলনমেলা
ঢাকায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘বিশ্ব শিল্পের মিলনমেলা’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রদর্শনীর আয়োজন করছে শিল্পকলা একাডেমি।
৬৮ দেশের পাঁচ শতাধিক শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম নিয়ে শুরু হচ্ছে শিল্পকর্মবিষয়ক আন্তর্জাতিক আসর দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। এ প্রদর্শনীকে একাডেমি ‘বিশ্ব শিল্পের মিলনমেলা’ হিসেবে আখ্যা দিয়েছে।
জানা যায়, এশিয়ার বৃহত্তম এ চারুকলা প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছেন ১৯৯ জন বাংলাদেশি শিল্পী। তাঁদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১০৭ জন। এ ছাড়া পারফরম্যান্স আর্টে অংশ নেবেন ১৬ জন এবং বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন ৬৩ জন শিল্পী। ২৬৬ জন বিদেশি শিল্পী অংশ নিচ্ছেন একাডেমির এই ১৮তম আসরে। যাঁদের মধ্যে ২২৩ জন শিল্পী প্রতিযোগিতায় শিল্পকর্ম জমা দিয়েছেন, ২৯ জন বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন এবং ১৪ জন পারফরম্যান্স আর্টে অংশ নেবেন।
প্রদর্শনীতে মোট ৩৬৮টি পেইন্টিং, প্রিন্ট ও ফটোগ্রাফি, ৩৩টি ভাস্কর্য ও ৫২টি ইলাস্ট্রেশন আর্ট থাকছে। আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশ নেবেন হাশেম খান, রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, আফজাল হোসেন, শামসুদ্দোহা প্রমুখ। দেখা যাবে দেশের ১৩ জন পৃথিকৃৎ শিল্পীর কাজও। শিল্পীদের মধ্যে আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, পটুয়া কামরুল হাসান, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ, আমিনুল ইসলাম, আবদুর রাজ্জাক ও মোহাম্মদ কিবরিয়া। বিশেষ আমন্ত্রণে আসছেন ভারতের চিত্রকর যোগেন চৌধুরী, মানু পারেখ ও মাধবী পারেখ, নেপালের রাগিনী উপাধ্যায় গ্রিলা ও ফ্রান্সের বার্নার্ড ফ্রাঁকোয়েস লিঁও ক্লারিস।
সেপ্টেম্বর মাসজুড়ে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চিত্রশালার ছয়টি গ্যালারিতে সাজানো থাকবে শিল্পকর্মগুলো। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য।
আরবি.পিবি. ২ সেপ্টেম্বর ২০১৮