ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকায় ভারতীয় শিল্পী মকবুল ফিদা হুসেনের ছাপচিত্র প্রদর্শনী

ঢাকায় ভারতীয় শিল্পী মকবুল ফিদা হুসেনের ছাপচিত্র প্রদর্শনী

0
569

রাজধানী ঢাকায় প্রথমবারের মতো ভারতীয় শিল্পী মকবুল ফিদা হুসেনের ছাপচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় তার এ প্রদর্শনী দেখতে আসছেন শিল্পী সমাজ থেকে শুরু করে সব ধরনের মানুষ।

৯৬ বছর বয়সী এ শিল্পী তার জীবনে প্রচুর ছবি এঁকেছেন। তার ছবি দেখতে হলে যেতে হয় পৃথিবীর বড় বড় সব গ্যালারিতে। তবে এবার তা বাংলাদেশে প্রদর্শিত হওয়ায় এ দেশের মানুষ তা সহজেই দেখতে পারছে। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে ফিদা হুসেনের মোট ৫৯ টি ছাপচিত্র দেখা যাবে। লিথোগ্রাফ, সেরিগ্রাফ ও সিল্কস্ক্রিন এর মাধ্যমে এ ছবি গুলো করা। তার বানারসি সিরিজ থেকে শুরু করে সত্যজিৎ রায়ের ” অপরাজিত মন্দির, পরিচিত ঘাট, মন্দির, কেরালার বিদ্রোহের ছবি, নিউ ইয়র্কের ছবি সবই স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। তবে সবচেয়ে বিখ্যাত মাদার সিরিজের ছবিও প্রদর্শিত হচ্ছে এ গ্যালারিতে।

গত ২৪ জানুয়ারি, রাতে তার এ প্রদর্শনী উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী মুহিত বলেন “দিল্লিতে মকবুল ফিদাকে দেখেছি। তার কিছু প্রদর্শনী দেখারও সুযোগ হয়েছে।”

তিনি গ্যালারি কায়াকে ধন্যবাদ জানান এমন একটি প্রদর্শনী করার জন্য।

হুসেনের একক এ প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তার এ প্রদর্শনী দেখা যাবে।

 

আরবি/আরএস/২৮ জানুয়ারি, ২০১৭