ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের আইইএলটিএস কোর্সের ২২তম ব্যাচের শুভ উদ্বোধন

ঢাকা ক্রেডিটের আইইএলটিএস কোর্সের ২২তম ব্যাচের শুভ উদ্বোধন

0
486

ডিসিনিউজ ।। ঢাকা

করোনার প্রকোবের কারণে দীর্ঘ বিরতির পর আবার শুরু হলো ঢাকা ক্রেডিট কর্তৃক পরিচালিত আইইএলটিএস কোর্স।

১৩ অক্টোবর, সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া উপস্থিত থেকে কোর্সটির ২২তম ব্যাচের শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরু এবং কোর্স টিচার রেজা-উন-নবী (রেজা)। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন এইআরডি বিভাগের ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার।

এ সময় অতিথিগণ শিক্ষার্থীদের সাদরে গ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান। তারা প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ সুন্দর জীবন কামনা করেন। সেই সাথে কোর্সটি সম্পন্ন করে যেন জীবনে উজ্জ্বলতর ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন, সেই কামানাও করেন।
২২তম ব্যাচে ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ঢাকা ক্রেডিট ছাত্রদের ভবিষ্যৎ জীবন গঠনের জন্য কাজ করে যাচ্ছে। সেই লক্ষে ইতিমধ্যে ২১টি ব্যাচ সফলভাবে আইইএলটিএস কোর্সটি সম্পন্ন করেছে। করোনার অতিমারির কারণে প্রায় দুই বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকা ক্রেডিটের আইইএলটিএস কোর্সটি পরিচালনা করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর আজ থেকে আবারো এই কোর্সটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।