শিরোনাম :
ঢাকা ক্রেডিটের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
ডিসিনিউজ ।। কালীগঞ্জ
ঢাকা ক্রেডিট কর্তৃক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মীদের প্রদান করা হলো আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।
২৬ সেপ্টেম্বর, মঠবাড়ী ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
সকালে ঢাকা ক্রেডিটের মানবসম্পদ বিভাগের কর্মী শোভন ক্রুশের সঞ্চালনায় পরিচিতি পর্ব ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিপি রোজারিও। তিনি তার বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের দিক নির্দেশনামূলক দিকগুলো তুলে ধরেন। পরবর্তীতে ঢাকা ক্রেডিটের সেলস্ ম্যানেজার এলিয়াস পিন্টু কস্তা তাদের এই প্রশিক্ষণে অংশগ্রহন করার সুযোগ করে দেওয়ার জন্য সকল সমবায় সমিতির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
প্রশিক্ষণে আর্থিক ব্যবস্থাপনা কি, গুরুত্ব, আর্থিক বিবরনী কি, আর্থিক পরিকল্পনা/পূর্বানুমান (বাজেট, নগদ অর্থ প্রবাহ)- ঢাকা ক্রেডিটের ফাইন্যান্স ম্যানেজার শ্যামলী কস্তা এবং ক্রেডিট ইউনিয়নের চার্ট অব একাউন্টস এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয় নিয়ে একাউন্টস ম্যানেজার লিপি রোজারিও বিষয়ভিত্তিক আলোচনা করেন।
এ ছাড়াও প্র্যাক্টিকেল ও ক্রেডিট ইউনিয়নের চার্ট অব একাউন্টসের কোডিং পদ্ধতি দলীয়ভাবে প্রশিক্ষণে শিখানো হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রশিক্ষণে মুক্ত আলোচনায় প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে পল কোড়াইয়া বলেন প্রশিক্ষকরা খুবই দক্ষ ও ভাল ছিলেন এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক নতুন বিষয় শিখতে পেরেছেন। আরও বলেন যে, এই প্রশিক্ষণ দুই বা আরও বেশি দিনের জন্য আয়োজন করা যায় তাহলে ভালো হবে।
এ সময় উপস্থাপকগণ প্রশিক্ষণার্থীদের জন্য শুভ কামনা এবং এই প্রশিক্ষণের মাধ্যমে কার্যক্ষেত্রে আরো বেশি ইতিবাচক প্রভাব পড়বে বলে উৎসাহ প্রদান করেন।
প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা ক্রেডিটের সেলস্ ম্যানেজার এলিয়াস পিন্টু কস্তা ও ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারের ইনচার্জ লিন্টাস মাইকেল দেশাই।