শিরোনাম :
ঢাকা ক্রেডিটের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
ডিসিনিউজ ।। বান্দুরা
ঢাকা ক্রেডিট কর্তৃক বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মী এবং কর্মকর্তাদের প্রদান করা হলো আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ। ১৮ মার্চ, পিটার এ গমেজ কনফারেন্স হল, জোনাস রোজারিও ভবন (বান্দুরা বহুমুখী প্রকল্প), -এ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এদিন সকালে উদ্বোধনী ও পরিচিতি পর্ব পরিচালনা করেন হাসনাবাদ সেবাকেন্দ্রের ইনচার্জ জেমস্ আনজুস। আর্থিক ব্যবস্থাপনা কি, আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব, আর্থিক বিবরনী কি, , আর্থিক পরিকল্পনা/পূর্বানুমান (বাজেট, নগদ অর্থ প্রবাহ) এইসকল বিষয় নিয়ে আলোচনা করেন ঢাকা ক্রেডিটের ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজার শ্যামলী কস্তা। ক্রেডিট ইউনিয়নের চার্ট অব একাউন্টস এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয় নিয়ে ঢাকা ক্রেডিটের একাউন্টস ডিপার্টমেন্টের ম্যানেজার লিপি রোজারিও বিষয়ভিত্তিক আলোচনা করেন।
এরপর প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা হয় এবং প্রশিক্ষণ মূল্যায়ন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা ক্রেডিটের সেলস্ ম্যানেজার এলিয়াস পিন্টু কস্তা এবং হাসনাবাদ সেবাকেন্দ্রের ইনচার্জ জেমস্ আনজুস।