শিরোনাম :
ঢাকা ক্রেডিটের ইলেকট্রিশিয়ান ও সাপোর্ট স্টাফদের কারিগরি প্রশিক্ষণ শুরু
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের ইলেকট্রিশিয়ান ও সাপোর্ট স্টাফদের কারিগরি (টেকনিক্যাল) প্রশিক্ষণ শুরু হয়েছে আজ (২৭ আগস্ট)। ২৭ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দক্ষতা বৃদ্ধির লক্ষে দুইদিন তাদের এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে অংশ নিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ বিভিন্ন সেবাকেন্দ্র ও প্রকল্পের ১১ জন ইলেকট্রিশিয়ান ও সাপোর্ট স্টাফ।
প্রশিক্ষণ প্রদান করেন আইসিটি বিভাগের এক্সিকিউটিভ কনসালটেন্ট অলড্রিন টমাস গেইন, আইসিটির অন্যান্য কর্মী শুভ্র থিওফিল ডি’কস্তা, জনি মাইকেল গমেজ, ম্যাথিও সরকার, সুজন ডমিনিক গমেজ ও বাপ্পী বেসরা। সার্বিক সহযোগিতায় আছেন ঢাকা ক্রেডিটের এডমিন এন্ড এইচআরডির ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার।
প্রশিক্ষণ প্রদান করা হয় কম্পিউটার, টেলিফোন, সিসি ক্যমেরা ও অন্যান্য ডিভাইসের পরিষ্কার পরিচ্ছন্নতা, সার্ভিসিং বা রিপিয়ারিং, সাপোর্ট সার্ভিস, রিপ্লেসমেন্ট, ডিভাইস ইনস্টলেশন, কন্ডিনিয়াস ডেভলপমেন্ট প্রসেস, নিরাপত্তা ইত্যাদি।
প্রশিক্ষণ গ্রহণকারী কর্মীগণ প্রশিক্ষণ পেয়ে সন্তুষ্টি প্রকশ করেন ও আশা করেন তাঁরা প্রতিষ্ঠানে আরও ভালো সেবা দিতে পারবেন। জরুরি প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে আইসিটির সাহায্য ছাড়াই তারা নিজেরাও সেবা দিতে পারবেন।