ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা ক্রেডিটের উপদেষ্টা সাইমন গমেজের চল্লিশা ও প্রার্থনানুষ্ঠান

ঢাকা ক্রেডিটের উপদেষ্টা সাইমন গমেজের চল্লিশা ও প্রার্থনানুষ্ঠান

0
365

ডিসিনিউজ ।। ঢাকা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের উপদেষ্টা সাইমন গমেজের চল্লিশা ও প্রার্থনানুষ্ঠান।

২৮ আগস্ট, তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে তার চল্লিশা উপলক্ষে প্রার্থনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাকরাইল কাথিড্রাল ধর্মপল্লীর ফাদার আলবাট রোজারিও এ দিন খ্রিষ্টযাগ অর্পণ করেন। খ্রিষ্টযাগের পর এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় স্মৃতিচারণ করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বিশিষ্ট নেতৃবৃন্দসহ প্রয়াতের আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা।

সাইমন গমেজ ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার, লেখক, সংগীতশিল্পী, বিশিষ্ট ব্যবসায়ী এবং ঢাকা ক্রেডিটের সম্মানিত উপদেষ্টা। ১৮ জুলাই, ভোরে তিনি ৮১ বছর বয়সে প্রাণত্যাগ করেন। এর আগে তিনি হৃদরোগজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। বিকাল সাড়ে ৪টায় তেজগাঁও পবিত্র জপমালা রাণীর গির্জায় শেষকৃত্যের খ্রিষ্টযাগের পর তাঁকে সমাহিত করা হবে।

সাইমন গমেজ ১৯৪২ সালের ২৯ নভেম্বর নবাবগঞ্জের দেওতলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্বীয়স্বজন রেখে গেছেন।