শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মকর্তা-কর্মীদের সাথে ব্যাংক প্রতিনিধিদের সভা
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের কর্মকর্তা-কর্মীরা বিভিন্ন ব্যাংক প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
১৭ ডিসেম্বর ঢাকা ক্রেডিটের ডানিয়েল কোড়াইয়া সভাকক্ষে এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিওসহ ঢাকা ক্রেডিট সেসব ব্যাংকের সাথে লেনদেন করে এমন কয়েকটি ব্যাংকের প্রতিনিধিগণ।
সভায় ব্যাংকগুলোর সাথে কীভাবে আরো সম্পর্ক গভীর করা যায়, দ্রুত ও ভালো সেবা পাওয়া যায়- এই সব বিষয়ে আলোচনা করা হয়। ব্যাংকের প্রতিনিধিরাও তাঁদের আন্তরিক সেবা প্রদান চলমান রাখার আশ্বাস প্রদান করেন।
ব্যাংকের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পান্থপথ শাখার ভিপি এবং ম্যানেজার মোহাম্মদ আজহারুল ইসলাম খান, একই ব্যাংক শাখার এ্যাসিস্টেন্ট অফিসার মো. মোহসিন খান, স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রীণ রোড শাখার এভিপি ও বাঞ্চ ইনচার্জ আগষ্টিন সরদার, ব্রাক ব্যাংক কাওরানবাজার শাখার ব্রাঞ্চ ইনচার্জ নজরুল ইসলাম মল্লিক, ব্যাংক এশিয়ার স্কটিয়া বাঞ্চের এসসিভিপি-হেড অব ব্রাঞ্চ তানফিজ হোসাইন চৌধুরী, একই ব্যাংক শাখার এভিডি ম্যানেজার অপারেশনস সাইমা আক্তার, এক্সিকিউটিভ অফিসার তানিয়া রেজওয়ানা ও জুনিয়র অফিসার কাজী রিয়াজ মামুন, ব্রাক ব্যাংকের সিনিয়র অফিসার রেহেনা ইয়াসমিন ও ব্রাক ব্যাংকের ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার তাহমিনা আমির।
সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা ত্রেডিটের একাউন্টস, ফিন্যান্স ও সাপ্লাই চেইন বিভাগের পরামর্শক শীরেন সিলভেষ্টার গমেজ, একাউন্টস বিভাগের সহকারী ম্যানেজার-ইনচার্জ লিপি রোজারিও, মেম্বারস এন্ড কাস্টমারস্ সাভিসের সহাকরী ম্যানেজার-ইনচার্জ ডমিনিক কাজল ডি’কস্তাসহ হিসাব বিভাগের কয়েকজন কর্মী।
শেষে ব্যাংক প্রতিনিধিদের নিয়ে বড়দিন উপলক্ষে কেক কাটেন সমিতির প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।