শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের এগ্রো প্রজেক্ট পরিদর্শন
ডিসিনিউজ ।। গাজীপুর
২১ জুলাই, ঢাকা ক্রেডিটের কর্মকর্তাগণ ঢাকা ক্রেডিটের আরা-বান্দাখোলা এগ্রো প্রজেক্ট পরিদর্শন করেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার নেতেৃত্বে এই প্রজেক্ট পরিদর্শন অনুষ্ঠিত হয়। সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত এ পরিদর্শনের সময় ঢাকা ক্রেডিটের চিফ এক্সিকিউটিভ অফিসার লিটন টমাস রোজারিও কর্মকর্তাদের প্রকল্প সম্পর্কে ব্রিফ করেন।
এ পরিদর্শনের সময় ঢাকা ক্রেডিটের ডিরেক্টর মনিকা গমেজ, নিরাপদ হালদার, ডন এ. অধিকারী, মনোজ ক্লেমেন্ট গমেজ, ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, সদস্য ওমা ম্যাগডেলিন গমেজ, বকুল রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ, সদস্য পংকজ লরেন্স কস্তা, ময়ল নাথ, মারীয়া ডি’ কুনা, সিও স্বপন রোজারিও, রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের এ্যাসিসটেন্ট ম্যানেজার রতন পি. কস্তা প্রমুখ উপস্থিত ছিলেন।