ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের কর্মীদের প্রশিক্ষণ কোর্স প্রদান

ঢাকা ক্রেডিটের কর্মীদের প্রশিক্ষণ কোর্স প্রদান

0
435

ঢাকা ক্রেডিটের সকল বিভাগের ম্যানেজার-ইনচার্জদের নিয়ে অর্ধদিবসব্যাপি একটি ট্রেনিং অব ট্রেইনার (টিওটি) কোর্সের একাংশ সম্পন্ন হয়।

ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে আজ ৯ আগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ঢাকা ক্রেডিটের মানব সম্পদ উন্নয়ন বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষক হিসেবে ছিলেন ফরমার বিআইএম-এর প্রাক্তন ডিরেক্টর আবু হেনা মোস্তফা কামালকে।

তাঁর প্রাণবন্ত উপস্থপনায় বলেন, ‘একজন ট্রেইনার হতে হলে তাকে প্রাণবন্ত হতে হয়, শুষ্ক কথাগুলো খুব সহজে উপস্থাপন করতে পারলে প্রশিক্ষনার্থী বুঝতে পারে এবং প্রশিক্ষণ প্রদান সার্থক হয়।’

তিনি আরো সুন্দর ভাবে একমুখী এবং অংশগ্রহণমূলক প্রশিক্ষণের ধরন, উপকারিতা ও ফলপ্রসূতা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে উপস্থাপন করেন। এ ছাড়া মোস্তফা কামাল একটি প্রশিক্ষণের কী কী বিষয় থাকতে পারে তা প্রত্যেক অংগ্রহণকারীকে খুঁজে বের করতে বলেন।

একটি প্রশিক্ষণ প্রস্তুত করতে গেলে সূচিপত্রে কী কী বিষয় অন্তুর্ভুক্ত হতে পরে সেই বিষয়গুলো অংশগ্রহণকারীদের মধ্যে থেকে করে আনেন।

এই প্রশিক্ষণে ঢাকা ক্রেডিটের বিভিন্ন সেবাকেন্দ্র থেকে ২৮ জন ম্যানেজার-ইনচার্জ অংশগ্রহণ করে।

প্রশিক্ষণের বাকি অংশ চলতি মাসের ১২ তারিখে সমিতির প্রধান কার্যালয়ে। সমিতির সেবাকাজের পেশাগত দক্ষতা বৃদ্ধিই এই প্রশিক্ষণের উদ্দেশ্যে।

সমাপণী অংশে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মূল্যায়নসহ সনদপত্র প্রদান করা হবে জানার সমিতির মানবসম্পদ উন্নয়ন বিভাগ।