শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মীদের প্রতি বিদায়ী প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার কৃতজ্ঞতা প্রকাশ
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের বিগত তিনটি মেয়াদের ব্যাবস্থাপনা কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন পংকজ গিলবার্ট কস্তা। বর্তমানে তিনি বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম শেষ করতে যাচ্ছেন। প্রথমে ডিরেক্টর, পরবর্তীতে সেক্রেটারি এবং সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ঢাকা ক্রেডিটের সেবা প্রদানের ক্ষেত্রে কর্মীদের সহযোগিতা ও কর্মদক্ষতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট।
সকালে কর্মীদের প্রাতকালীন প্রার্থনায় তিনি অংশ নেন এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘দীর্ঘ ৯ বছর আমি ঢাকা ক্রেডিটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কর্মীদের নিয়ে আমার অভিজ্ঞতা সুখের। হয়তো দায়িত্বের কারণে কাউকে অজান্তে আঘাত দিয়ে থাকতে পারি। তার জন্য যেন কেউ মনে কস্ট না রাখে। আমি চলে গেলেও আপনাদের আমি হৃদয়ে নিয়ে যাচ্ছি। ঢাকা ক্রেডিটের নতুন পরিচালনা পরিষদ দায়িত্বগ্রহণ করতে যাাচ্ছে, আশা করি সকলেই সকলকে সহযোগিতা করবে। আপনাদের প্রতি আমার সমর্থন ও শুভ কামনা রইলো।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শীরেন সিলভেস্টার গমেজ, ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ডিভাইন মার্সি হাসপাতাল লি:-এর প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও, চিফ অফিসার খোকন মার্ক কস্তা, জোনাস গমেজ, স্বপন রোজারিও, বিপুল টি. গমেজ এবং অন্যান্য কর্মীবৃন্দ।
ঢাকা ক্রেডিটে নেতৃত্বগুনে সমবায় সেক্টরে বিশেষ অবদানের জন্য তিনি এই বছর (২০২২ খ্রিষ্টাব্দ) ৫১তম জাতীয় সমবায় দিবসে জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে স্বর্ণপদক লাভ করেন। ঢাকা ক্রেডিটের নেতৃত্বে আসার পূর্বে পংকজ গিলবার্ট তুমিলিয়া ক্রেডিটের সেক্রেটারি ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। এ ছাড়াও তিনি প্রগতি ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও চেয়ারম্যান, ওয়ার্ল্ড ভিশন কর্মী ওয়েলফেয়ারের সেক্রেটারি, তুমিলিয়া বয়েস হাই স্কুলের ৯ বছর ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন সেক্টরে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের আইন-বিষয়ক সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন। তাঁর সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বামাপস সম্মাননাসহ তিনি বিভিন্ন সামাজিক সম্মাননা-পুরস্কার লাভ করেছেন। বর্তমানে তিনি দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়ে জাতীয়ভাবেও অবদান রেখে যাচ্ছেন।