শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মী অর্পিতার বাবা সুনীল যোসেফ রোজারিও আর নেই
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের মিরপুর সেবাকেন্দ্রের অফিসার অর্পিতা মারীয়া রোজারিওর বাবা সুনীল যোসেফ রোজারিও আর নেই।
বার্ধক্যজনিত রোগে আজ (২৯ এপ্রিল) সন্ধ্যা সাতটায় মিরপুরের বাসা থেকে একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
পেশায় অর্থপেডিক টেকনিশিয়ান সুনীল যোসেফ রোজারিও পেশা জীবনে মালুমঘাট হাসপাতাল, বারডেম হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন।
তিনি গাজীপুরের কালীগঞ্জের নাগরীর দক্ষীণ পানজোরার অধিবাসী ও মৃত স্মৃতি রোজারিওর স্বামী। মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই ছেলে হলিক্রস ফাদার আশিস রোজারিও ও অসীম লরেন্স রোজারিও, এক মেয়ে অর্পিতা মারীয়া রোজারিওসহ অসংখ্যা আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী।
আগামীকাল সকালে তাঁর মরদেহ নাগরী কবরস্থানে কবরস্থ করা হবে বলে জানিয়েছেন তাঁর মেয়ে অর্পিতা।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া সুনীল যোসেফ রোজারিওর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তাঁর আত্মার চির শান্তি কামনা করেন ।