ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঢাকা ক্রেডিটের কর্মী রকি রোজারিওর বাবা রবিন রোজারিও আর নেই

ঢাকা ক্রেডিটের কর্মী রকি রোজারিওর বাবা রবিন রোজারিও আর নেই

0
664

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিটের মিডিয়া ও পাবলিকেশন বিভাগের এ্যাসিসটেন্ট অফিসার রকি স্ট্যানলি রোজারিওর বাবা রবিন রোজারিও (রবি) আর নেই। তিনি ১০ জুলাই দুপুরে অসুস্থাবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

জানা গেছে, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। ৯ জুলাই শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে গাজীপুরের কালিগঞ্জের নাগরীর ভুরূলিয়া গ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়। পরে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্বজনদের সাথে রবিন রোজারিও (রবি) (ক্রস চিহ্নিত)

কর্ম জীবনে তিনি বাবুর্চি হিসেবে সেবা দিয়েছেন ব্রিটিশ টোবাকোতে ও মধ্যপ্রাচ্যে। তিনি নাগরীর ভুরূলিয়া গ্রামের প্রায়াত তামছি রোজারিও ও প্রয়াত রেজিনা রোজারিওর সন্তান।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী মায়া রোজারিও, ছেলে রকি স্ট্যানলি রোজারিও, মেয়ে রুমা রোজারিওসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শভাকাঙ্ক্ষী।

একই দিন সন্ধ্যায় নাগরী গির্জার কবরস্থানে রবিন রোজারিওর (রবি) মরদেহ কবরস্থ করা হয়।

রবিন রোজারিওর (রবি) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা বলেন, ‘আমরা ঢাকা ক্রেডিটের কর্মী রকি স্ট্যানলি রোজারিওর বাবা রবিন রোজারিওর (রবি) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও তাঁর আত্মার কল্যাণ কামনা করছি। শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা। পিতা ঈশ্বর তাঁদের প্রিয়জন হারানোর এই শোক বইবার ক্ষমতা প্রদান করুন।’