শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মী রোজলিন চিত্রা গমেজ-এর অকাল মৃত্যুতে শোকাহত ঢাকা ক্রেডিট পরিবার
০২ জানুয়ারি সন্ধ্যায় মারা যান ঢাকা ক্রেডিটের কর্মী রোজলিন চিত্রা গমেজ।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা ক্রেডিটের কর্মীদের পক্ষে শোক প্রকাশ করেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও।
তারা রোজলিন চিত্রা গমেজ-এর আত্মার চিরশান্তি কামনা করেন।