শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নতুন প্রোডাক্ট ইনস্ট্যান্ট লোনের উদ্বোধন
ডিসিনিউজ ॥ ঢাকা
ঢাকা ক্রেডিটের সদস্যদের জরুরি আর্থিক প্রয়োজন পূরণে এবং ডিজিটাল সেবা প্রদানের লক্ষে উদ্বোধন করা হলো ইনস্ট্যান্ট লোন।
১৩ নভেম্বর সমিতির প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে এটির উদ্বোধন করেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস। সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ডিরেক্টর মনিকা গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুশ, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদ্বয় শীরেন সিলভেষ্টার গমেজ ও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, এক্সিকিউটিভ কসনালটেন্ট (আইসিটি) অলড্রিন টমাস গেইন, চিফ অফিসার জোনাস গমেজ ও স্বপন রোজারিও প্রমুখ।
সমবায় অঙ্গনে নতুন এই ঋণ প্রোডাক্টটি গ্রহণ করতে প্রয়োজন হবে না কোনো জামিন। সদস্যপদ লাভের ছয় মাস পর নূন্যতম এক হাজার টাকা শেয়ার থাকলে সদস্য ঢাকা ক্রেডিটের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারকারী সদস্যরা এই ঋণ পাবেন। প্রথম ঋণের পরিমাণ ৫ হাজার টাকা। তবে নিয়মিত লেনদেনের ওপর ভিত্তি করে আবেদনের প্রেক্ষিতে এই ঋণের লিমিট করা হবে ১০ হাজার টাকা।
সর্বোচ্চ তিন মাসের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে। অনুমোদিত ঋণ সদস্য এটিএম/বিকাশ/সঞ্চয়ী হিসাবে পাবেন।
ইনস্ট্যান্ট লোনের উদ্বোধন অনুষ্ঠানে সমিতির বক্তাগণ বলেন, আমরা আশা করি এই ঋণের মাধ্যমে সমিতির সদস্যরা তাদের জরুরি প্রয়োজনে আর্থিক সেবা পেয়ে উপকৃত হবেন।
সাধারণ ঋণ থাকা অবস্থায়ও এই ঋণ নিতে পারবেন।