শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নদ্দা স্কুলে ট্রাফিক আইন-বিষয়ক ধারণা
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের শিক্ষার্থীদের ট্রাফ্রিক আইন বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়।
সকাল ১১ টায় ট্রাফিক উত্তর বিভাগের (ট্রাফিক-বাড্ডা জোন) সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের এই ধারণা প্রদান করেন ৷
২৬ সেপ্টেম্বর, স্কুল কমিটির আহ্বায় মানিক লরেন্স রোজারিও এবং সেক্রেটারি অবিনাশ নকরেকের উপস্থিতিতে তিনি ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষে ট্রাফিক আইন, জেব্রাক্রসিংয়ের ব্যবহার, রাস্তা পার হওয়ার সময় নিয়মাবলীসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।
এ সময় স্কুল কমিটি সহকারী পুলিশ কমিশনারকে প্রস্তাব দিয়ে বলেন, ‘আমাদের স্কুলের ৭ম থেকে ১০ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের স্কাউটদের মতো রাস্তায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশদের সহযোগিতা, রাস্তাঘাট পরিস্কার এবং ট্রাফিক আইন বৃদ্ধির সচেতনার জন্য প্রেরণ করবো।’
সহকারী পুলিশ কমিশনার মামুন এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং পরবর্তিতে শিক্ষার্থীদের নিয়ে এ ধরণের ক্যাম্পিং করবেন বলে আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে ডিসিনিউজকে জানান স্কুল কমিটির সেক্রেটারি অবিনাশ নকরেক।
তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজে সচেতন হবে এবং অন্যকে সচেতন করবে৷
আরবি.এএন. ২৬ সেপ্টেম্বর ২০১৮