শিরোনাম :
ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ
ডিসিনিউজ।। ঢাকা
আনুষ্ঠানিকভাবে ঢাকা ক্রেডিট পরিচালনার দায়িত্বগ্রহণ করলেন নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি।
১৯ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে নবনির্বাচিত প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার ব্যবস্থাপনা কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের পরামর্শক উপাধ্যক্ষ রেমন্ড আরেং, নারী কমিটির কো-কনভেনর মার্সিয়া মিলি গমেজ, উপদেষ্টা নিপুন সাংমা, তপন টি. রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিওসহ বিদায় ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা।
এ সময় ঢাকা ক্রেডিটের বিদায়ী প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, তাঁর আশির্বাদের আমাদের মনে মতো ব্যক্তিরা ব্যবস্থাপনা কমিটিতে নির্বাচিত হয়েছে। আমরা যেভাবে উন্নয়নের ধারা ধরে রেখেছি, আশা করি পরবর্তী বোর্ড সেই ধারা বজায় রাখবে। নতুন নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সবাইকে অভিনন্দন জানাই।’
এ সময় নবনির্বাচিত প্রেডিসেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া সকলকে ধন্যবাদ জানান তাদের নির্বাচিত করে দায়িত্ব দেয়ার জন্য। সেই সাথে তিনি সকলে নিকট সহযোগিতা চান ঢাকা ক্রেডিটের উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য।
এ দিন পবিত্র বাইবেল প্রদান করে বিদায়ী প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট-এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এভাবে ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবি আরেংকে বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি মাইকেল জন গমেজকে ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশকে পিটার রতন কোড়াইয়াসহ বোর্ড অব ডিরেক্টরগণ, ক্রেডিট কমিটির সদস্য এবং সুপারভাইজরি কমিটির সদস্যদের দায়িত্ব হস্তান্তর করা হয়।
দায়িত্ব হস্তান্তর সভা শেষে প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারসহ সবাইকে বিদায়ী কর্মকর্তাগণ নিজ নিজ চেয়ারে বসিয়ে শুভেচ্ছা জানান।