ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন রাজাবাজার খ্রিস্টান কল্যাণ সমিতি

ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন রাজাবাজার খ্রিস্টান কল্যাণ সমিতি

0
224

ডিসিনিউজ।।ঢাকা
২৯ জানুয়ারি ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন রাজাবাজার খ্রিস্টান কল্যাণ সমিতি।

সেসময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারা সুকুমার লিনুস ক্রুশ, ডিরেক্টর সুব্রত রিচার্ড রোজারিও, প্রত্যেশ রাংসা, মনিকা গমেজ, ষ্টেলা হাজরা, নিরাপদ হালদার, ডন এ. অধিকারী, মনোজ ক্লেমেন্ট গমেজ, শিপন রোজারিও, ক্রেডিট কমিটির চেয়ারম্যান বার্নার্ড পংকজ ডি. রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য উমা এম. গমেজ, সদস্য বকুল রোজারিও, সদস্য সুশান্ত কুবি, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট গমেজ ।

প্রেসিডেন্ট মার্সিয়া মিলি গমেজ, ভাইস-প্রেসিডেন্ট সাইমন বাদল রোজারিও, এলিযাবেথ মজুমদার, সেক্রেটারি ফ্লোরেন্স গমেজ, সহকারী সেক্রেটারি হিল্টন দেসা, সহ সাংস্কৃতিক সম্পাদিকা মমতা গমেজ, সদস্য ভিনসেণ্ট ডি কস্তা, রিচার্ড গমেজ, জন চিত্ত মজুমদার, সদস্য যোসেফ গমেজ, রাজাবাজার খ্রিস্টান কল্যাণ সমিতির উপদেষ্টা এবং ঢাকা ক্রেডিটের এবং রাজাবাজার খ্রিস্টান কল্যাণ সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদকে তারা ফুলের শুভেচ্ছা প্রদান করেন এবং বর্তমানের মত ভবিষ্যতেও এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।