ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন ধরেন্ডা মিশন তরুন সংঘ

ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন ধরেন্ডা মিশন তরুন সংঘ

0
201

ডিসিনিউজ।।ঢাকা

১৪ মার্চ ঢাকা ক্রেডিটের নবনির্বাচিত বোর্ডকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন ধরেন্ডা মিশন তরুন সংঘ।

সেসময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ডিরেক্টর মনিকা গমেজ এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও।

সভাপতি উদয় রোজারিও, সাধারণ সম্পাদক সানি কোড়াইয়ার নেতৃত্বে ধরেন্ডা মিশন তরুন সংঘের বর্তমান কার্যকরী পরিষদ ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এছাড়া ধরেন্ডা মিশন তরুন সংঘের সম্মানীত পৃষ্ঠপোষক এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেজকে সংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় ধরেন্ডা মিশন তরুন সংঘের যুবকদের কার্যক্রমের প্রশংসা করেন ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা পরিষদ। যুবাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।