ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে শুভেচ্ছা জানালেন হাউজিং সোসাইটির নেতৃবৃন্দ

ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত বোর্ডকে শুভেচ্ছা জানালেন হাউজিং সোসাইটির নেতৃবৃন্দ

0
750

ডিসিনিউজ, ঢাকা

আজ দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর নেতৃবৃন্দ ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়াসহ ঢাকা ক্রেডিটের বোর্ড কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান হাউজিং সোসাইটি চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন ও সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পী মন্ডল।
হাউজিং সোসাইটি চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন বলেন, ঢাকা ক্রেডিট ও হাউজিং সোসাইটির নেতৃবৃন্দ নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে সমাজ উন্নয়নে এগিয়ে যাবে।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা তাঁদের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই দেশে ফাদার চার্লস জে ইয়াং যে সময় সমবায় আন্দোলন শুরু করেছিলেন, তখন শুধু ঋণ দেওয়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিলো। এখন সমবায় আন্দোলন অনেক বিস্তিৃতি লাভ করেছে, শুধু ঋণ দেওয়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সমবায় অধিদপ্তরর আমাদের বলছে, উৎপাদনমুখী কাজ করতে, হাউজিং সোসাইটি ইতিমধ্যে ঢাকা ক্রেডিটের মতো বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে তাই তাদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের উপদেষ্টা ও প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও। তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিট ও হাউজিং সোসাইটির মধ্যে যে সুসম্পর্ক বিরাজ করছে আমি প্রত্যাশা করি এটি চলমান থাকবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই কোড়াইয়া। ঢাকা ক্রেডিট ও হাউজিং সোসাইটির কর্মকর্তাগণ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি লুইস অনিল কস্তা এবং ঢাকা ক্রেডিটের সিইও লিটন টি. রোজারিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।