ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নারী দিবস পালন

ঢাকা ক্রেডিটের নারী দিবস পালন

0
267

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের নারী-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২২।

৮ মার্চ, সকালে ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে সকল নারী কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিবসটি পালন করা হয়।

প্রধান কার্যালয়ে নারী দিবস পালন

এ ছাড়াও ঢাকা ক্রেডিটের বিভিন্ন সেবাকেন্দ্রে ও প্রকল্প অফিসেও নারী দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার টমাস লিটন রোজারিও, এডিশনাল প্রধান নির্বাহী অফিসার শীরেন সিলভেস্টার গমেজ ও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন এবং ডিভাইন মার্সি হাসপাতালের প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও।

ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে নারী দিবস পালন

এ ছাড়াও উপস্থিত ছিলেন সিও স্বপন রোজারিও, খোকন মার্ক কস্তা, জোনাস গমেজ, নারী ম্যানেজার লিপি রোজারিও, শ্যামলী কস্তা, শিল্পী দেশাইসহ ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দ।এইচআরডি ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে অনুষ্ঠানে নারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। এই লক্ষেই ঢাকা ক্রেডিট কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

সাভার সেবাকেন্দ্রে নারী দিবস পালন

তারা বলেন, ‘নারী-পুরুষ সকল কাজ এবং অর্জনের সমান অংশিদার। নারীরাও আজ নেতৃত্ব দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠায় ঢাকা ক্রেডিট বিশেষ ভূমিকা রাখছে।’

নদ্দা সেবাকেন্দ্রে নারী দিবস পালন