ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নিজস্ব সফট্ওয়্যার ‘ইআরপি’ ‘স্মার্ট কাউন্টার’র শুভ উদ্বোধন

ঢাকা ক্রেডিটের নিজস্ব সফট্ওয়্যার ‘ইআরপি’ ‘স্মার্ট কাউন্টার’র শুভ উদ্বোধন

0
273

ডিসিনিউজ।। ঢাকা

আরো একধাপ ডিজাটালাইজেশনের পথে অগ্রসর হয়ে ঢাকা ক্রেডিট সূচনা করলো ঢাকা ক্রেডিটের নিজস্ব সফট্ওয়্যার ‘ইআরপি’ ‘স্মার্ট কাউন্টার’ সেবা।

৪ জুলাই, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে সদস্যদের দ্রুত এবং আধুনিক পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষে স্মার্ট কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও’র সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, আইসিটি কনসালটেন্ট অলড্রিন টমাস গেইন, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ এবং কর্মীগণ।

এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আমরা বর্তমান বোর্ড ঢাকা ক্রেডিটের আধুনিকায়ন এবং সদস্যদের দ্রুত সময়ে সেবা প্রদানের বিষয়টি অতি গুরুত্বসহকারে বিবেচনা করেই আজ ‘স্মার্ট কাউন্টার’র উদ্যোগ গ্রহণ করেছি। এখানে সদস্যরা দ্রুত সেবাগ্রহণ করতে পারবেন। সেই সাথে পাশবইসহ সময়ক্ষেপণের জটিলতা থেকেও রেহাই পেয়ে স্মার্ট সুবিধা ভোগ করতে পারবেন। আশা করি এই সেবাপদ্ধতি সদস্যদের মনোযোগ আর্কষণ করবে এবং জনপ্রিয় এই সেবাগ্রহণ করে সন্তুষ্ট হবেন।’

এ সময় অন্যান্য বক্তাগণ ঢাকা ক্রেডিটের ডিজিটালাইজেশনের প্রশংসা করেন। তারা বলেন, ‘ঢাকা ক্রেডিট যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন পদ্ধতি প্রয়োগ করে সদস্যদের বিভিন্ন সুবিধা প্রদান করছে। আজকের স্মার্ট কাউন্টার উদ্বোধনের মাধ্যমে ঢাকা ক্রেডিটের নতুন একটি সেবার মাত্রা যোগ হলো। এই সেবাগ্রহণে সদস্যরা উপকৃত হবেন। ধীরে ধীরে সকল সদস্যই এভাবেই সেবাগ্রহণে উৎসাহীত হবেন। আশা করি, ঢাকা ক্রেডিট এভাবে নতুন নতুন চমক নিয়ে সব সময়ই সদস্যসেবা নিশ্চিত করবে।’

অনুষ্ঠানে প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে স্মার্ট কাউন্টারের শুভ উদ্বোধন করেন। এ সময় প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ অতিথিবৃন্দ ও সদস্যগণ স্মার্ট কাউন্টারের সেবা গ্রহণ করেন।

উল্লেখ্য, ২ জুলাই, কেআইবিতে অনুষ্ঠিত ঢাকা ক্রেডিটের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি ঢাকা ক্রেডিটের নিজস্ব সফট্ওয়্যার ‘ইআরপি’র শুভ উদ্বোধন করেন। এর দুইদিন পরই ঢাকা ক্রেডিটের স্মার্ট কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়। সমবায় প্রতিষ্ঠানের ইতিহাসে আধুনিকায়নের অগ্রযাত্রায় ঢাকা ক্রেডিটের বিভিন্ন উদ্যোগ সমবায় আন্দোলনকে আরো বেশি ত্বরান্বিত করে অগ্রসর হচ্ছে।