ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নিরাপত্তা কর্মীদের অগ্নি নির্বাপক মহড়া

ঢাকা ক্রেডিটের নিরাপত্তা কর্মীদের অগ্নি নির্বাপক মহড়া

0
514

ডিসিনিউজ ॥ ঢাকা

ঢাকা ক্রেডিটের নিরাপত্তা কর্মীরা অগ্নি নির্বাপক মহড়ায় অংশ নেয়।

২০ জানুয়ারি সকালে নিরাপত্তা ইন্সপেক্টর গৌরব সাংমার নেতৃত্বে তেজুতুরীবাজারে টিডি ভবন মাঠে নিরাপত্তা কর্মীরা এই মহড়ায় অংশ নেয়। মহড়া চলাকালে ডিসি নিরাপত্তা প্রকল্পের পরিচালক বিজয় ম্যানুয়েল ডি’ প্যারেজ প্রশিক্ষণ স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মীদের সুন্দরভাবে এবং মনযোগ দিয়ে মহড়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

মহড়ায় গৌরব সাংমা নিরাপত্তা কর্মীদের প্রাতিষ্ঠানিক দায়িত্বের মধ্যে অগ্নিনির্বাপন দক্ষতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। সামান্য আগুন থেকে ঘটে যেতে পারে বড় ধরনের অগ্নিকান্ড। অগ্নিনির্বাপন দক্ষতা এবং সচেতনতা প্রতিষ্ঠানকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।

মহড়ায় আগুন লাগলে তাৎক্ষণিক কীভাবে নেভানো ব্যবস্থা নিতে হয় সেই বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়। এ সময় আগুন জ্বালিয়ে নিরাপত্তা কর্মীদের অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিভানোর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

ঢাকা ক্রেডিটের কর্মীদের নিয়মিত অগ্নিনির্বাপন মহড়ার একটি অংশ । তারাই ধারাবাহিকতায় আজ এই অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।