ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১১ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে যুবক-যুবতীদের মতবিনিময় সভা

ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের সাথে যুবক-যুবতীদের মতবিনিময় সভা

0
279

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিট আয়োজন করেছে যুবক-যুবতীদের সাথে এক মতবিনিময় সভা।

২৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে যুবক-যুবতীদের সরব উপস্থিতিতে ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ এক মতবিনিময় সভায় মিলিত হন।

প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ন্যাশনাল ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট জনি হিউবার্ট রোজারিওসহ ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দসহ প্রায় দেড়শত যুবক-যুবতী।

এ সময় প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা যুবক-যুবতীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য অনুপ্রেরণা দেন। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘ঢাকা ক্রেডিট সব সময় যুবাদের সাথে নিয়ে কাজ করে। যুবাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও বিভিন্ন প্রকল্প ও প্রডাক্টের মাধ্যমে আগামী সুন্দর ভবিষ্যৎ বির্নিমাণে অবদান রেখে যাচ্ছে। আপনারা সব সময় ঢাকা ক্রেডিটের সাথে থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবেন এই কামনা করি।’

এ সময় বক্তারা যুবাদের নেতৃত্বে আসার জন্য অনুপ্রেরণা দেন এবং বলেন, ‘আগামীতে আপনাদের নেতৃত্বে আসতে হবে, তাই এখন থেকেই তা অনুশীলন করতে হবে। আপনারই ভবিষ্যতে সমাজের হাল ধরবেন, তাই সকলকে সুশিক্ষিত হয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে হবে।’

সভায় যুবারা মুক্তালোচনায় সক্রিয় অংশ নিয়ে ঢাকা ক্রেডিট সম্পর্কে তাদের মতামত এবং নতুন সম্ভাবনার বিষয় উল্লেখ করেন।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন সুপারভাইজরি কমিটির সেক্রেটারি পিয়ন্ত সি. কস্তা।