ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ০৮ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৫ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় রেভা: ফাদার চার্লস জে. ইয়াং ভবন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন...

ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় রেভা: ফাদার চার্লস জে. ইয়াং ভবন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান

0
390

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় রেভা: ফাদার চার্লস জে. ইয়াং ভবন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হলো।

১৭ সেপ্টেম্বর, বিকেল সাড়ে ৫টায় ২৬, তেজতুরীবাজার, ফার্মগেটে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে নতুন প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই এবং অন্যান্য অতিথিবৃন্দগণ।

প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার নেতৃত্বে নতুন প্রধান কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই এবং অন্যান্য অতিথিবৃন্দগণ।

প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তার সভাপতিত্বে ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি এবং গেস্ট অব অনার ছিলেন ঢাকার আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএস’র প্রাক্তন প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:-এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকার তেজগাঁও জোনের ডিসি এইচএম আজিমুল হক পিপিএম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধক্ষ্য রেমন্ড আরেং, তেজগাঁও চার্চের পাল-পুরোহিত সুব্রত বনিফাস গমেজ, ঢাকা ক্রেডিটের ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, সিইও লিটন টমাস রোজারিও প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, ঢাকা ক্রেডিটের সম্মানিত উপদেষ্টা, সদস্য এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, ঢাকা ক্রেডিটের সম্মানিত উপদেষ্টা, সদস্য এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রী কামাল বলেন, ‘বাংলাদেশের খ্রিষ্টান সমিতিগুলো তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। আমি ঢাকা ক্রেডিটের কার্যক্রম দেখে অবাক হই। তারা কত সুন্দর করে মানব উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে কাজ করছে। ঢাকা ক্রেডিটের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গও যোগ্যতার প্রমাণ দিয়ে সমিতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের সকল কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করি। কখনো কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমি আপনাদের পাশে রয়েছি। এই নতুন ভবন যেন সকল মানুষের উন্নয়নের ক্ষেত্র হয় এই কামনা করি।’

গেস্ট অব অনার আর্চবিশপ বিজয় বলেন, ‘ঢাকা ক্রেডিট অনেক দূর এগিয়ে গেছে। আমরা বাংলাদেশে খ্রিষ্টানরা কম হলেও বিভিন্ন ক্ষেত্রে অনেক বড় অবদান রাখছি। স্বাস্থ্য সেবায়, শিক্ষা ক্ষেত্রে, সমবায় অঙ্গনে খ্রিষ্টান সমাজের ভ‚মিকা অনেক। খ্রিষ্টান সমাজ তথা দেশের উন্নয়নে ঢাকা ক্রেডিট ভ‚মিকা রাখছে। আজ এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সবাইকে শুভেচ্ছা ও সৃষ্টিকর্তার কৃপা কামনা করি।’

সভাপতি প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট বলেন, ‘ঢাকা ক্রেডিটের প্রায় ৬শ কর্মী এবং ৪৫ হাজার সদস্যের সেবা আরো গুনগত এবং সাবলীল করতে আমরা আজ এই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। আজকে যারা এই সুন্দর মুহূর্তে এসেছেন এবং এই উদ্যোগকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করি, আপনাদের সহযোগিতা অব্যহত থাকবে।’

এ ছাড়াও মঞ্চে উপবিষ্ট বক্তাগণ ঢাকা ক্রেডিটের উন্নয়নের পাশাপাশি নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। সেই সাথে ঢাকা ক্রেডিটের যেকোনো ধরনের কার্যক্রমের সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এ দিন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট, প্রধান অতিথি, গেস্ট অব অনার এবং বিশেষ অতিথিদের নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন। পরবর্তীতে আর্চবিশপ বিজয় ক্রুজ নির্মিতব্য ভবনের জায়গাটি প্রার্থনা ও পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে পবিত্রকরণ করেন।