শিরোনাম :
ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিলেন লিটন টমাস রোজারিও
ডিসিনিউজ ।। ঢাকা
দেশ সেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন লিটন টমাস রোজারিও।
৩ নভেম্বর, রোত ৮টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে এক পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ আনুষ্ঠানিকভাবে লিটন টমাস রোজারিওকে এই দায়িত্বভার অর্পণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ ও কর্মীরা।
দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট গমেজ বলেন, লিটন জুনিয়র অফিসার হিসেবে যোগদান করে আজ সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। আপনাদের সকলেরই এই সুযোগ রয়েছে। যাদের যোগ্যতা রয়েছে, তারা এই পদে আসতে পারেন। বর্তমানে ঢাকা ক্রেডিট অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করছে। একটি বিশেষ সময়ের মধ্য দিয়ে ঢাকা ক্রেডিট এগিয়ে যাচ্ছে, সুতরাং লিটনের অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাই সকলকেই লিটনকে সহযোগিতা করতে হবে।
তিনি দায়িত্বপ্রাপ্ত সিইওকে উদ্দেশ্য করে তিনি বলেন, লিটন আপনাকে কর্মীদের ওপর আস্থা রাখতে হবে। তাই আপনাকে সকল কর্মীকে নিজের করে নিতে হবে। আমরা সবাই ঢাকা ক্রেডিটকে ভালবাসি, তাই সবায় আপনাকে সহযোগিতা করবে।
সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ১৭ বছরের কর্মময় জীবনে সিইও হওয়া একটা গৌরবের ব্যাপার। লিটন মাত্র ১৭ বছর চাকরি বয়সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অফিসারের পদে আসীন হয়েছেন। ঢাকা ক্রেডিট অসংখ্য প্রকল্প নিয়ে কাজ করে, সেখানেও আপনাদের মধ্য থেকে অনেকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ৬ শ কর্মীদের নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ এগিয়ে নেওয়া লিটনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আশা করি লিটন সেই কাজে সফল হবেন।
ট্রেজারার বিপুল লরেন্স গমেজ বলেন, ট্রেজারার হওয়ার পর থেকেই আমি লিটনের সাথে সরাসরি কাজ করে যাচ্ছি। আমি লিটনের স্পীড জানি। ২০১৪ সালের পর থেকে ঢাকা ক্রেডিট অসংখ্য মেগা প্রজেক্ট শুরু করেছে, আমি দেখেছি লিটন সবকিছুই সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আমি প্রতিটা কাজেই লিটনের সাথে শেয়ার করেছি। লিটন সব কাজেই সকলকে সহযোগিতা করেছে। কখনোই লিটনের ধৈর্যচ্যুতি ঘটেনি।
প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, নবনিযুক্ত সিইওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের এখানে অনেক সমস্যা মোকাবেলা করতে হয়েছে। যদিও এখন এসব সমস্যা হয় না। আজকে আমরা একটি সুন্দর অবস্থানে এসেছি। এই সময়েই লিটন ঢাকা ক্রেডিটের সর্বোচ্চ পদের দায়িত্ব নিয়েছেন, আশা করি লিটন তার দায়িত্বে সফল হবেন। লিটনকে বোর্ড এবং স্টাফদের উভয়ের চাহিদা পূরণ করতে হবে। লিটনের জন্য সদস্যভিত্তিক এই ঢাকা ক্রেডিট পরিচালনা অনেকটাই চ্যালেঞ্জিং।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবনিযুক্ত সিইও লিটন রোজারিও বলেন, ঢাকা ক্রেডিট থেকে আস্থা রেখে আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছে। আমি ব্যবস্থাপনা পরিষদকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আপনাদের সাথে পরামর্শ করেই আমি আমার দায়িত্ব পালন করবো। আশা করি আগের মতোই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
তিনি বলেন, আমি কাজের মানুষ, তা অনেকেই বলেন। সত্যিই আমি কাজের মানুষ। কাজ করতেই আমার ভাল লাগে। আমার কর্মজীবনে আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা যেন বিশ্বাসের মতো বলীয়ান, অনেক বড় স্বপ্ন দেখি এবং চেষ্টা দিয়ে যেন কাজ করি- আজ সহকর্মীদের এই আহ্বান জানাই। আমার ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় দেখেছি আমাদের মধ্যে পড়ার অভ্যেস অনেক কম, তাই আমাদের পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে। ভয়কে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে।
এ ছাড়াও এদিন কর্মীদের পক্ষ থেকে চীপ অফিসার সুদান গাইন, নদ্দা সেবাকেন্দ্রের ম্যানেজার সুবাস রোজারিও, একাউন্টস এন্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের সহকারী ম্যানেজার লিপি রোজারিও নতুন সিইও লিটন রোজারিও’র দায়িত্বগ্রহণ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ সকলকে ধন্যবাদ জানান।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে পরিচালনা পর্ষদ এবং কর্মীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন সিইওকে বরণ করে নেন।
লিটন রোজারিও ২০১৬ খ্রিষ্টাব্দ হতে সমিতিতে সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
ছাত্র জীবন হতেই আত্ম-নির্ভরশীল, পরিশ্রমী, মেধাবী এবং সৃষ্টিশীল লিটন রোজারিও ২০০২ খ্রিষ্টাব্দের মার্চ মাসে জুনিয়র অফিসার হিসাবে ঢাকা ক্রেডিটের একাউন্টস্ এন্ড ফিন্যান্স বিভাগে যোগদান করেন এবং ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে ২০১০ খ্রিষ্টাব্দে বিভাগীয় প্রধানের দায়িত্ব পান। ২০১৩ খ্রিষ্টাব্দ হতে ২০১৬ খ্রিষ্টাব্দ সময়কালে তিনি হিসাব বিভাগ, আইসিটি এবং রিয়েল এসস্টেটসহ সমিতির প্রায় সকল গুরুত্বপূর্ণ বিভাগ ও প্রকল্পে চীফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। সমিতির সমসাময়িক সকল নতুন প্রকল্প ও বিভাগ বাস্তবায়নের ক্ষেত্রেও তিনি ঊর্ধ্বতন কর্মীহিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রধান নির্বাহী অফিসার লিন্টু খৃষ্টফার গমেজ অবসর নেওয়ার পর সহকারী প্রধান নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী লিটন টি. রোজারিও এই পদে আসীন হন।
আরো পড়ুন: ঢাকা ক্রেডিটের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও
আরবি/এসসি/ডিসিনিউজ/ ৩ নভেম্বর ২০১৯