ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ শেষে প্রথম ব্যাচ-এর সনদপত্র...

ঢাকা ক্রেডিটের প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ শেষে প্রথম ব্যাচ-এর সনদপত্র বিতরণ

0
430

ঢাকা ক্রেডিট ও নিটল টাটার যৌথ উদ্যোগে আয়োজিত এক মাস হাতে-কলমে পেশাগত ড্রাইভিং প্রশিক্ষণের পর প্রদান করা হলো ১০ দিনের প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ। গাজীপুরের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে অক্টোবর ৯ থেকে ১৮ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মোট ১০ দিনের প্রশিক্ষণ শেষে আজ ১৮ অক্টোবর (বৃহস্পতিবার) প্রধান অতিথি হিসেবে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কজ গমেজ, নিটল টাটার সহকারী মার্কেটিং ম্যানেজার লিটন জেরাল্ড কস্তা, সমিতির কর্মকর্তা ও সিনিয়র কর্মীগণ আনুষ্ঠানিকভাবে ১৬ জনকে সদসপত্র প্রদানসহ নানা দিকনির্দেশনা প্রদান করেন।

সনদপত্র বিতরণের পূর্বে নব-প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারদের প্রেসিডেন্ট গমেজ নিজের জীবনের নানা প্রশিক্ষণ নেওয়ার উদাহরণ দিয়ে উৎসাহিত করেন। অতীত স্মৃতিকে স্মরণ করে প্রেসিডেন্ট সাঁতার শেখা, গাড়ি চালানো শেখার কথা উল্লেখ করে বলেন, একবার গাড়ি চালানো শিখলে কেউই তা সহজেই ভুলে যায় না।

প্রেসিডেন্ট গমেজ বলেন, একজন অভিজ্ঞ গাড়িচালকের মাসিক বেতন এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যারা অতীতে ইউএনসহ অন্যান্য বিদেশি কম্পানিতে ড্রাইভিং পেশায় দীর্ঘসময় কাজ করেছেন, তারা বর্তমানে ঢাকা শহরে বাড়ি তৈরি করেছেন। এই পেশায় কোয়ালিটিসম্পন্ন কর্মী পাওয় দুষ্কর উল্লেখ করে তিনি বলেন, এই পেশাকে কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। তিনি এই পেশার ভবিষ্যৎ উজ্জ্বল বলে উল্লেখ করেন। সংশ্লিষ্ট নতুন প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালকদের জন্য ঢাকা ক্রেডিটের গাড়ি ঋণ পলিসি সহজ করে সহজশর্তে ঋণ দিয়ে তাদের গাড়ির মালিক হওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

বাংলাদেশের অনেক সম্ভাবনাময় নিদর্শনের উল্লেখ করে প্রেসিডেন্ট গমেজ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারদের মধ্যে যে উদ্যোম সৃষ্টি হয়েছে, সেই স্পিরিটকে ধরে রেখে এগিয়ে যেতে হবে। মেধাসম্পন্ন অনেকে বিদেশে চলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই দেশকেই স্বর্গ হিসেবে গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

অন্যান্যের মধ্যে উদ্দীপনাময় বক্তব্য রাখেন নিটল টাটার সহকারী মার্কেটিং ম্যানেজার লিটন জেরাল্ড কস্তা, ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির ডাইরেক্টর রতন পিটার কোড়াইয়া, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সমিতির সহকারী সিইও লিটন টমাস রোজারিও, মার্কেটিং বিভাগের ইন-চার্জ সোহেল এস রোজারিও। সংশ্লিষ্ট সবাই মিলে ১৬ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত সমিতির সুপারভাইজরি কমিটির সদস্য অবিনাশ নকরেকও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে বেনেডিক্ট ত্রিপুরা প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষাবিষয়ক প্রশিক্ষণের বিষয়ে ভূয়সী প্রশংসা করে বলেন, এই শিক্ষা ব্যক্তি জীবনে ও পেশাগত জীবনের জন্য অত্যন্ত জরুরি। ‘আমাদের সবার জন্য বিষয়গুলো জীবনের পদে পদে কাজে লাগবে। আমরা গর্বিত যে আমরা এমন কতগুলো বিষয়ের ওপর পরিষ্কার ধারণা পেয়েছি।’

গাজীপুর জেলার একজন প্রশিক্ষণার্থী প্রিন্স কর্নেলিয়াস কস্তা ডিসিনিউজকে বলেন, ‘শিক্ষার বিষয়গুলো যুগোপযোগী। এগুলো আমাদের জীবনে সবসময়ই কাজে আসবে। অতীতে এমন প্রশিক্ষণ কোনোদিন পাইনি। এই শিক্ষা নিশ্চয়ই ব্যতিক্রমী।’

মঠবাড়ী থেকে আগত আরেকজন অংশগ্রহণকারী সনি পেরেরা ডিসিনিউজকে বলেন, আমি আরো কয়েকটি পেশাগত প্রশিক্ষণ নিয়েছি। তবে আমি ড্রাইভিংকেই পেশা হিসেবে গ্রহণ করতে চাই। কারণ, এটার মধ্যে স্বাধীনতা যেমন আছে, অর্থ আয়ের সুযোগও তেমন বেশি। নিজের মতো কাজ করতে পারব।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিউম্যান রিসোর্স এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সিও এবং প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর সুইটি সি পিউরীফিকেশন।
সমিতির সুপারভাইজরি কমিটির সদস্য পাপড়ি প্যাট্রিশিয়া আরেং-এর প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গত ১০ দিনের প্রশিক্ষণে নতুন প্রশিক্ষণপ্রাপ্তদের বিভিন্ন বিষয় যেমন প্রশিক্ষণের উদ্দেশ্য-লক্ষ্য সম্বন্ধীয় ধারণা, নথিপত্র-বিল-ভাউচার ধারণা, লগবুক-অভারটাইম রেকর্ডিং, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, আন্তঃব্যক্তিক সম্পর্ক, যোগাযোগ ও এর প্রকারভেদ, গাড়ি রক্ষণাবেক্ষণ, অফিসিয়াল আচরণবিধি ও নীতিমালা, গাড়িচালকের দায়িত্ব ও কর্তব্য, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ধারণা, শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের পরিচিতি, পোশাক-পরিচ্ছদের ব্যবহারসহ নানা আচরণবিধির ওপর সেশন নেন সমিতির কর্মকর্তা, সিনিয়র স্টাফ মেম্বার ও বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

উল্লিখিত বিভিন্ন বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ, সহকারী সিইও লিটন টমাস রোজারিও, প্রোগ্রাম ও প্রশাসন-এর সিও জোনাস গমেজ, এ্যাডমিন এ্যান্ড এইচআরডির সিও সুইটি সি পিউরীফিকেশন, এ্যাডমিন এ্যান্ড হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার, ডিসি চাইল্ড কেয়ার এ্যান্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল ডালিয়া এম রড্রিগক্স, মার্কেটিং বিভাগের সিনিয়র অফিসার ইন-চার্জ সোহেল এস রোজারিও, এ্যাডমিন এন্ড হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সহকারী অফিসার জেনী থেলমা বাড়ৈ, জেনারেল সার্ভিস এ্যান্ড মেইনটেনেন্স ডিপার্টমেন্টের অফিসার বিনয় কস্তা এবং স্বাস্থ্য প্রকল্পের ড: মো. আল-আমিন।