ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষাবিষয়ক দ্বিতীয় প্রশিক্ষণ শুরু

ঢাকা ক্রেডিটের প্রাতিষ্ঠানিক আচরণ ও ইংরেজি শিক্ষাবিষয়ক দ্বিতীয় প্রশিক্ষণ শুরু

0
720

দক্ষ জনশক্তি বৃদ্ধি এবং আত্ম-নির্ভরশী সমাজ গড়ার লক্ষ্যে ঢাকা ক্রেডিট ও নিটল টাটার যৌথ উদ্যোগে কিশোরগঞ্জে একমাস পেশাগত ড্রাইভিং প্রশিক্ষণ শেষে ঢাকা ক্রেডিট দ্বিতীয় ব্যাচের প্রাতিষ্ঠানিক আচরণ এবং ইংরেজি শিক্ষাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করল।

গাজীপুরের মঠবাড়ীতে ঢাকা ক্রেডিট রিসোর্ট ও ট্রেনিং সেন্টারে ৫ নভেম্বর সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া দশ দিনের এই প্রশিক্ষণে ১৩ জন নবপ্রশিক্ষিত গাড়িচালক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সহকারী প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও এবং বিশেষ অতিথি মার্কেটিং বিভাগের সিনিয়র অফিসার-ইন-চার্জ সোহেল রোজারিও ।

প্রধান অতিথি লিটন টমাস রোজারিও তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘অনেক ছেলে-মেয়ের পড়াশোনায় নানা সহযোগিতা দিয়ে অনেক সদস্যকে ঋণ দিয়ে ফ্ল্যাট বাড়ি ক্রয়ের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণসহ কর্মসংস্থান তৈরিতে ঢাকা ক্রেডিট তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ঢাকা ক্রেডিট মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিত্য প্রয়োজনীয় চাহিদার যোগান দেয়।

এরপর প্রধান অতিথি ঢোল বাজানোর মধ্য দিয়ে ড্রাইভারদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্ধোধন করেন।

‘বাংলাদেশে গাড়িচালক ও যাত্রীদের মধ্যে একটি বিরাট দুরত্ব রয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক আচরণ শিক্ষার দৈন্যতা,’ বলেন এ্যাডমিন এন্ড এইচআরডি ম্যানেজার ডিউক সব্যসাচী মজুমদার।

এডমিন এন্ড এইচআরডি ডিপার্টমেন্টের সিও ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর সুইটি সি. পিউরীফিকেশন বলেন, ‘ঢাকা ক্রেডিট মানুষকে মূল্যবান সম্পদে পরিণত করার লক্ষ্যে তথা আপনাদের দক্ষ জনসম্পদে পরিণত করার জন্য প্রাতিষ্ঠানিক আচরণ প্রশিক্ষণ প্রদান করছে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডমিন এন্ড এইচআরডির ট্রেইনি অফিসার এলভিন মার্টিন বিশ^াস।

এই প্রশিক্ষণে নতুন প্রশিক্ষণপ্রাপ্তদের বিভিন্ন বিষয় যেমন প্রশিক্ষণের উদ্দেশ্য-লক্ষ্য সম্বন্ধীয় ধারণা, নথিপত্র-বিল-ভাউচার ধারণা, লগবুক-অভারটাইম রেকর্ডিং, ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, আন্তব্যক্তিক সম্পর্ক, নিজেকে নতুন আঙ্গিকে চেনা, যোগাযোগ ও এর প্রকারভেদ, গাড়ি রক্ষণাবেক্ষণ, অফিসিয়াল আচরণবিধি ও নীতিমালা, গাড়িচালকের দায়িত্ব ও কর্তব্য, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ধারণা, শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের পরিচিতি, চাকরির ইন্টারভিউ, ড্রাইভিংয়ের সম্ভাবনা এবং এ্যাপসনির্ভর ড্রাইভিং সেবা, পোশাক-পরিচ্ছদের ব্যবহারসহ নানা বিষয়ের ওপর সেশন দিবেন সমিতির কর্মকর্তা, সিনিয়র স্টাফ মেম্বার ও বিভিন্ন বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।

এ প্রশিক্ষণ আগামি ১৩ নভেম্বর সনদপত্র বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।

উল্লেখ্য যে, প্রথম ব্যাচের ১৬ জন নবপ্রশিক্ষিত গাড়িচালক ইতিমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে মোট ১০ দিনের প্রশিক্ষণ নিয়ে ১৮ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে সনদপত্র গ্রহণ করেন।