ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার আজ ৬০তম জন্মদিন

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার আজ ৬০তম জন্মদিন

0
488

ডিসিনিউজ ।। ঢাকা

আজ ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার ৬০তম জন্মদিন!

তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিট পরিবার। ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সেক্রেটারি জন মাইকেল গমেজ প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টের জন্মদিনে আমরা সবাই তাঁকে শুভেচ্ছা জানাই। সেই সাথে তাঁর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। প্রেসিডেন্ট কোড়াইয়া দীর্ঘদিন ধরে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বর্তমানে দেশসেরা সমবায় প্রতিষ্ঠান ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। সেই সাথে তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠন ও মান্ডলিক কাজেও অবদান রেখে যাচ্ছেন। ঈশ^র তাঁকে তাঁর কর্মগুনে মহিমান্বিত করুন এবং তাঁর জীবন সুন্দর ও স্বার্থক হোক।’

অপর দিকে ঢাকা ক্রেডিটের কর্মীদের পক্ষ থেকে প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘ঢাকা ক্রেডিটের মতো এত বড় প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একজন মানুষকে অবশ্যই নেতৃত্বে দক্ষ এবং সৎ হতে হবে। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঈশ^র প্রদত্ত এমনই এক দান। তাঁর দক্ষ নেতৃত্বে ঢাকা ক্রেডিট এগিয়ে যাচ্ছে। আজ তাঁর ৬০তম জন্মদিন, এই দিনে আমরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি যেন তাঁর পরিবার নিয়ে ভাল থাকেন এবং তাঁর কর্ম যেন সমাজের আরো বেশি কল্যাণ বয়ে আনতে পারে সেই কামনা করি।’
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ২০২২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর থেকে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ আগে তিনি ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট, দুই মেয়াদে সেক্রেটারি এবং বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠন ও সমাজকর্মই তার নেশা।

২৮ জুলাই ১৯৬৩ খ্রিষ্টাব্দে মাউসাইদ ধর্মপল্লীতে তাঁর জন্ম। পিতা রাফায়েল কোড়াইয়া এবং মাতা এলিজাবেথ রোজারিও। স্ত্রী মালা মারিয়া টসকানো। তাঁদের রয়েছে দুই সন্তান- এক ছেলে ও এক মেয়ে। ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা বিশ্বাবিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ-ইন-এড ও এম-এড ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরে ব্যাসিক ডেভলপমেন্ট পার্টনার্স (বিডিপি)-এ ডেপুটি-ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

স্কুল জীবন থেকেই রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত তিনি। মাউসাইদ খ্রীষ্টান কো-পারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর সেক্রেটারি ও চেয়ারম্যান হিসেবে তিনি ছিলেন সফল ও দক্ষ সেবক। সামাজিক আন্দোলনে তিনি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উত্তরখান শাখার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পাবলিসিটি ও পাবলিকেশন সেক্রেটারি এবং বর্তমানে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। খ্রিষ্টানদের ওপর যেকোনো সামাজিক নির্যাতন-অত্যাচারের বিরুদ্ধে রাজপথে তিনি সদা সোচ্চার-প্রতিবাদী।