শিরোনাম :
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাথে বিসিএ মোহাম্মদপুর শাখার শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) মোহাম্মদপুর শাখা সবচেয়ে সক্রিয় শাখা সংগঠন বলে মন্তব্য করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায়, ঢাকা ক্রেডিটে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রেসিডেন্ট গমেজ।
তিনি বলেন, ‘মোহাম্মদপুর বিসিএ দক্ষতার সাথে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পরবর্তীতেও তাদের এই কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা করছি। তাদের কার্যক্রমের সাথে বিসিএ ক্রেন্দ্রীয় কমিটি সর্বদা সহযোগিতা করবে।’
তিনি এ সময় মোহাম্মদপুর বিসিএ’র নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান।
এ সময় বিসিএ প্রেসিডেন্ট নির্মল রোজারিও মোহাম্মদপুর শাখার সাথে একাত্মতা প্রকাশ করেন এবং এই শাখার সাথে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। তিনি এ সময় এই সংগঠনের নতুন সদস্যদের আরো বেশি কার্যকর এবং সক্রিয় হওয়ার আহ্বান জানান।
শুভেচ্ছা বিনিময়ে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়াসহ ক্রেন্দ্রীয় কমিটির এবং মোহাম্মদপুর শাখা সংগঠনের সদস্যরা।
আরবি/আরপি/২৬ সেপ্টেম্বর, ২০১৭