ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টকে সংবর্ধনা প্রদান: রাঙ্গামাটিয়া ক্রেডিটের বার্ষিক সাধারণ সভা

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্টকে সংবর্ধনা প্রদান: রাঙ্গামাটিয়া ক্রেডিটের বার্ষিক সাধারণ সভা

0
497

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কারপ্রাপ্তিতে রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর বার্ষিক সাধারণ সভায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

৩০ নভেম্বর, শুক্রবার রাঙ্গামাটিয়া চার্চ কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিকাল ৩টায় জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন এবং প্রার্থনার মধ্য দিয়ে ৫২তম বার্ষিক সভার কর্মসূচী শুরু হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির চেয়ারম্যান যোসেফ বিভাস গমেজ।

সভায় পরলোকগত কর্মকর্তা ও সদস্যদের স্মরণে প্রার্থনা ও নীরবতা পালন করা হয়।

বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাককো)-এর চেয়ারম্যান নির্মল রোজারিও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত খোকন ভিনসেন্ট গমেজ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা-এর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, যুগ্ম-সচিব জেমস্ সুব্রত হাজরাসহ আরো অনেকে।

এ সময় প্রধান অতিথি রোজারিও বলেন, ‘আজ নারী সমাজের যে অগ্রণী অবস্থান, তার প্রমান পাওয়া যায় রাঙ্গামাটিয়া ক্রেডিট ইউনিয়নে। এই সমিতির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট স্বর্গীয় আগ্নেশ ডি’কস্তা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে এসেছেন। কোরিয়াতে একটি মুভমেন্ট শুরু করে ছিলেন একজন সিস্টার এবং আজ কোরিয়ার মুভমেন্ট অনেক শক্তিশালী।’

তিনি বলেন, ‘ক্রেডিট ইউনিয়ন আমাদের একটি মুক্তির আন্দোলন, এটি একটি মুভমেন্ট, অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। এখন সকল ক্রেডিট ইউনিয়নের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, যাতে আমাদের সন্তানরা সুষ্ঠুভাবে সমাজকে পরিচালনা করতে পারে।’

বিশেষ অতিথি বাবু মার্কুজ বলেন, ‘বাংলাদেশের কোনো ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নারী হয়নি। এটি আপনাদের আনন্দের ও গর্বের বিষয়। আপনাদের সঞ্চয় মনোভাবের জন্যই আমাদের ক্রেডিট ইউনিয়নগুলো আজ শক্ত অবস্থানে রয়েছে। সামনে আমাদের চ্যালেঞ্জের জন্য বর্তমানে ক্রেডিট ইউনিয়নের আন্দোলন নতুন নতুন যে কৌশল সেগুলোকে আমাদের অবলোকন করতে হবে।’

বিশেষ অতিথি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘যেখানেই যাই, সেখানেই দেখি আমাদের মা-বোনেদের উপস্থিতি। এই দেশের প্রেক্ষাপটে দেখা যায়, আমাদের মায়েরাই সঞ্চয়ের জন্য এগিয়ে আসে। আপনারা এই সঞ্চয়ের মনোভাব ধরে রাখবেন।’

৫২তম বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি লিন্টাস মাইকেল দেশাই।

অনুষ্ঠানে ক্রেডিট ইউনিয়নের তথা সমাজের গর্ব সেরা সমবায়ী পুরস্কার লাভ করা বাবু মার্কুজ গমেজকে সংবর্ধনা জানানো হয়।

ডিসিনিউজ/আরবি.এসএমআর. ২ ডিসেম্ব ২০১৮