ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৪ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির সাথে ম্যানেজার-ইনচার্জদের মতবিনিময় সভা

ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির সাথে ম্যানেজার-ইনচার্জদের মতবিনিময় সভা

0
364

ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির সাথে ম্যানেজার-ইনচার্জদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৬ মে, ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে সন্ধ্যা সাড়ে ৬টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, সিইও লিটন টমাস রোজারিও, বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটির এবং সুপারভাইজরি কমিটির সদস্য, এডিসিইও, সিওসহ ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় ও শাখাসমূহের বিভাগীয় প্রধানগণ।

মতবিনিময় সভায় মি. প্রেসিডেন্ট সকল কর্মীদের শুভেচ্ছা এবং ঢাকা ক্রেডিটের সফলতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আপনারা ঢাকা ক্রেডিটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা তিন বছরের জন্য নির্বাচিত হয়ে আসি এবং আপনাদের সাথে নিয়ে কাজ করে ঢাকা ক্রেডিটকে এগিয়ে নিয়ে যাই। আমরা চলে গেলেও আপনারা থেকে যান ঢাকা ক্রেডিটের অগ্রযাত্রায়। সুতরাং ঢাকা ক্রেডিট নিয়ে আপনাদের আরো ভাবতে হবে। বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলপ্রকার সহযোগিতা আমরা দিব। আশা করি আমরা ঢাকা ক্রেডিটকে আরো দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’


এ ছাড়াও ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, সিইও সকলের উদ্দেশে উৎসাহ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন সিও স্বপন রোজারিও।