ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা নোটিশ বোর্ড ঢাকা ক্রেডিটের মনিপুরীপাড়া ছাত্রী হোস্টেলে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

ঢাকা ক্রেডিটের মনিপুরীপাড়া ছাত্রী হোস্টেলে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

0
393

এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা”-এর সম্মানিত সকল সদস্য-সদস্যা, কর্মকর্তা, কর্মীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা ক্রেডিট পরিচালিত ছাত্রী হোস্টেলে খ্রিষ্টান ছাত্রীদের ভর্তি কার্যক্রম চলছে।
সুবিধাসমূহ ঃ
 ঢাকা ক্রেডিটের নিজস্ব ভবন
 অপেক্ষাকৃত কম খরচ (থাকা ও খাওয়া বাবদ প্রতিমাসে ৪,০০০/- টাকা)
 সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা
 পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ
 উন্নতমানের খাবার
 সার্বক্ষণিক লিফ্ট ও জেনারেটর সুবিধা

আসন সংখ্যা সীমিত, আপনার সিটটি বুকিংয়ের জন্য আজই নিম্লিলিখিত ঠিকানায় যোগাযোগ করুন।
ছাত্রী হোস্টেলের ঠিকানাঃ
৮৮/৫, মনিপুরীপাড়া (গেইট নম্বর ৪)
তেজগাঁও, ঢাকা-১২১৫।
মিসেস অনুপমা মানখিন, হোস্টেল সুপারইনটেনডেন্ট, মোবাইল – ০১৭১৮৪৭৭৭০২
মিসেস স্বপ্না পুষ্প গমেজ, সহকারী হোস্টেল সুপারইনটেনডেন্ট, মোবাইল – ০১৭২৬৫০৪০৭৬
মিসেস শিল্পী আগ্নেশ ডি’কস্তা, অফিসার-ইনচার্জ, মণিপুরীপাড়া সেবা কেন্দ্র, মোবাইল – ০১৭১৫৪৯৬২৭৫
উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদান্তে,

 

বাবু মার্কুজ গমেজ

প্রেসিডেন্ট

দিসিসিসিইউলি:,ঢাকা।

 

 

পংকজ গিলবার্ট কস্তা

সেক্রেটারি

দি সিসিসিইউ লিঃ, ঢাকা।