ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের সাথে মেঘনা ব্যাংক লিঃ এর- মত বিনিময় সভা

ঢাকা ক্রেডিটের সাথে মেঘনা ব্যাংক লিঃ এর- মত বিনিময় সভা

0
251

ডিসিনিউজ।।ঢাকা

২৩ ফেব্রুয়ারি ঢাকা ক্রেডিটের  সাথে মেঘনা ব্যাংক লিঃ এর- মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও, ফিন্যান্স ডিপার্ট্মেন্টের ম্যানেজার শ্যামলী কস্তা, ডিভাইন মার্সি হাসপাতাল লিঃ এর সিনিয়র ফিন্যান্স অফিসার হিল্লোল কস্তা। এছাড়া উপস্থিত ছিলেন মি. সোহেল আর. কে. হোসেন, এমডি এবং সিইও, মেঘনা ব্যাংক; মিসেস কাজী ফারহানা জাবীন, ইভিপি এবং হেড অব এলডব্লিউএমডী, মেঘনা ব্যাংক; মি. এম. আরিফুল আলম, ইভিপিএবং ব্রাঞ্চ ম্যানেজার, মেঘনা ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চ; মি. সোহেল রানা, এফএভিপি এবং সিনিয়র আরএম, মেঘনা ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চ।

ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পক্ষে প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াকে তারা ফুলের শুভেচ্ছা প্রদান করেন এবং বর্তমানের মত ভবিষ্যতেও এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।