ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের সার্বিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয়

ঢাকা ক্রেডিটের সার্বিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয়

0
558

ন্যায় সত্য সুন্দর দলের নেতৃত্বে আজ (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঢাকা ক্রেডিটের বি কে গুড হলরুমে ‘ঢাকা ক্রেডিটের সার্বিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয়’ শীর্ষক আলোচনা আয়োজন করা হয়।
ঢাকা ক্রেডিটের বর্তমান বোর্ডকে ২০১৭ সালের জানুয়ারির ১৫ তারিখের নির্বাচনের পূর্বে ও পরে নানা চ্যালেঞ্জের সন্মুখীন হতে হয়েছে এবং হচ্ছে বলে উল্লেখ করে ন্যায় সত্য সুন্দর দলের আহবায়ক নির্মল রোজারিও বলেন, বোর্ডের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বিচক্ষণতা ও দক্ষতার সাথে সেগুলো মোকাবিলা করেছেন ও করে যাচ্ছেন। ‘তার জন্য আপনাদের সদিচ্ছা ও সহযোগিতার কোনো কার্পণ্য ছিল না। তিনি দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

ন্যায় সত্য সুন্দর দলের এই আয়োজনে উপস্থিত ছিলেন দলের আহবায়ক তথা ঢাকা ক্রেডিটেরা প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দলের যুগ্ম আহবায়ক জর্জ রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ভাইস প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, দলের কো-কনভেনর বিলাস বি. গমেজ ও বাসন্তী রিবেরু, দলের বিশিষ্ট সদস্য মঞ্জু মারিয়া পালমা, কাককোর অধীন বিভিন্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি, কর্মকর্তা, ঢাকা ক্রেডিটের নারী কমিটির সদস্যবৃন্দ ও ঢাকা ক্রেডিটের উপদেষ্টাবৃন্দসহ শতাধিক নেতৃবৃন্দ।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেন যা আগামীদিনের পরিচালনের ক্ষেত্রে মৌলিক নিয়ামক হিসেবে কাজ করবে। উদ্ধুত পরিস্থিতির কারণ কী এবং কাদের কারণে ঢাকা ক্রেডিটের আসন্ন বার্ষিক সাধারণ সভা প্রতিনিধির মাধ্যমে হতে যাচ্ছে সেসব বিষয়ে বিস্তারিত আসছে পরবর্তী খবরে . . .

আরপি/আরআর/ ২৮ অক্টোবর, ২০১৭