ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ০৮ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৫ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজের জন্মদিন

ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজের জন্মদিন

0
187

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার (সিইও) জোনাস গমেজ’র ৫৯তম জন্মদিন পালন করেছে ঢাকা ক্রেডিট পরিবার।
৬ জানুয়ারী, ২০২৫ গমেজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিট পরিবার। ঢাকা ক্রেডিটের কাজের পাশাপাশি তিনি সংগঠন ও মান্ডলিক বিভিন্ন কাজে অবদান রেখে যাচ্ছেন। আজ ঢাকা ক্রেডিটের কর্মীদের পক্ষ থেকে নির্বাহী অফিসারবৃন্দ জোনাস গমেজকে শুভেচ্ছা জানান।


তিনি যেন তাঁর পরিবার নিয়ে ভাল থাকেন এবং ভবিষ্যতে ঢাকা ক্রেডিটকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারেন সেই কামনা করেন ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দ। জোনাস গমেজ ১৯ ডিসেম্বর, ২০২৪ থেকে ঢাকা ক্রেডিটের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জোনাস গমেজ ১৯৬৬ সালে জয়রামবের গ্রামের ডানিয়েল গমেজ এবং ফিলোমিনা কোড়াইয়া দম্পত্তির পরিবারে জন্মগ্রহণ করেন। জোনাস গমেজ ও স্ত্রী শিল্পি আইরিন গমেজের পরিবারে এক ছেলে ও এক মেয়ে। গমেজ ঢাকা কলেজ থেকে ম্যানেজমেন্ট বিভাগে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।