শিরোনাম :
ঢাকা ক্রেডিটের সুইট ডিসেম্বর উদযাপন
ডিসিনিউজ ।। ঢাকা
ঢাকা ক্রেডিটের কর্মীরা উদযাপন করলেন সুইট ডিসেম্বর।
১ ডিসেম্বর ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে সুইট ডিসেম্বরের আয়োজন করা হয়। প্রতিটি সেবাকেন্দ্র ভার্চুয়ালী এই আয়োজনে সংযুক্ত ছিল।
খ্রিস্টপ্রভুর জন্মতিথিসহ বিজয় দিবস ও ডিসেম্বর মাসের উৎসবের আমেজে ঢাকা ক্রেডিটের কর্মীরা প্রতি বছর এই অনুষ্ঠানটি উদযাপন করে আসছেন।
অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ভাইস প্রেসিডেন্ট আলবার্ট আশীষ বিশ্বাস, প্রধান নির্বাহী অফিসার (সিইও) লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শীরেন সিলভেস্টার গমেজ, ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, ডিভাইন মার্সি হাসপাতাল লি: এর প্রধান নির্বাহী অফিসার (সিইও) মেজর জেনারেল জন গমেজ, প্রশাসনিক পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিওসহ অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রার্থনানুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন। এরপর সম্মানিত অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করে সবাইকে ডিসেম্বর মাসের উৎসবের শুভেচ্ছা জানান।
পরিশেষে কেক কেটে সুইট ডিসেম্বরের আনন্দ সহভাগিতা করা হয় এবং কীর্তন গান পরিবেশন করে কর্মীরা উৎসবে মেতে ওঠেন।