শিরোনাম :
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার বাবা রাফায়েল কোড়াইয়ার অনন্তধামে পাড়ি
ডিসিনিউজ ।। ডেক্স
অনন্তধামে পাড়ি জমালেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার বাবা রাফায়েল কোড়াইয়া।
১৭ জানুয়ারি রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে তিনি মাউছাইদ নিজ বাসায় প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দের পক্ষে প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও। তারা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন।
রাফায়েল কোড়াইয়া ১৯৩১ সালের ১৫ আগস্ট পিতা আন্তনী বাঁশি কোড়াইয়া ও মাতা খ্রীষ্টিনা এলিজাবেথ কোড়াইয়ার কোলে জন্ম নেন। তিনি পেশায় ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। এ ছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি মাউছাইদ সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন।
১৮ জানুয়ারি বিকাল ৩টায় মাউছাইদ কাথলিক গির্জায় শেষকৃত্যের খ্রিষ্টযাগের পর প্রয়াত রাফায়েল কোড়াইয়াকে সমাহিত করা হবে।