ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের সেবাপক্ষ-২০২২’র সমাপনী ও সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান

ঢাকা ক্রেডিটের সেবাপক্ষ-২০২২’র সমাপনী ও সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান

0
326

ডিসিনিউজ ।। ঢাকা

‘বর্তমান সময় প্রতিযোগিতার, সুতরাং নিজেদের আপডেট করতে হবে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলেই টিকে থাকতে পারবেন’ ঢাকা ক্রেডিটের সেবাপক্ষের সমাপনী এবং সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে এই কথা উল্লেখ করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা।

২৩ জুন, সন্ধ্যা ৬টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে. গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের সেবাপক্ষ-২০২২’র সমাপনী ও সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লি:-এর চেয়ারম্যান নির্মল রোজারিও ও সাবেক প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার রতন পিটার কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি, সুপারভাইজরি কমিটির সদস্য এবং কর্মীগণ।

প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা আরো বলেন, ‘আজ আমরা একটি অর্থ বছর শেষ করে এখানে উপনীত হয়েছি। অনেক চড়াই-উৎড়াই পার হয়ে এখানে এসেছি। করোনা মহামারীও অতিক্রম করেছি। আজকের দিনটি আনন্দের, ধন্যবাদের ও কৃতজ্ঞতার। বছর শেষে আজ আমরা নিজেদের মূল্যায়ন করি। প্রতিষ্ঠানের জন্য আমরা কতটা অর্জন করেছি, তার মূল্যায়ন করছি। প্রতিষ্ঠানের স্বার্থে আমাদের সবাইকে একাগ্রতার সহিত কাজ করতে হবে। যারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে সেবা দিয়েছেন, তাদের আজ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে সেবাকেন্দ্র, বিভাগ এবং যে কর্মী আজ কাজের স্বীকৃতির পুরস্কার পেয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের বড় স্বপ্ন দেখতে হবে এবং আপনাদের তা লালন-পালন করে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সামনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যাব এই আশা করছি।’

কাককো লি:-এর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, ‘আপনারা এই প্রতিষ্ঠানের প্রাণ। আপনারা চাইলেই প্রতিষ্ঠান এগিয়ে যাবে। আজকে দেশসেরা সমবায় প্রতিষ্ঠান হওয়ার পেছনে আপনাদের অবদান রয়েছে। আত্মপ্রত্যয় এবং দৃঢ়তা থাকলে যেকোনো কাজে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের সাহসীকতার সাথে সকল বাধা-বিপত্তি ত্যাগ করে এগিয়ে যেতে হবে।’

সাবেক প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, কোভিড-১৯’র কারণে যে মহামারি তৈরি হয়েছিল, তা থেকে উত্তোরণ অনেক কঠিন ছিল। কোভিডের মধ্যে অনেকেই চাকরি হারিয়েছেন। ঠিক ওই সময় ঢাকা ক্রেডিটও একটা চ্যালেঞ্জিং সময় কাটিয়েছে, কিন্তু সদস্যদের চাহিদা পূরণ করা এবং কারো চাকরি না যাওয়ার মতো নজির সৃষ্টি করেছে ঢাকা ক্রেডিট। সকল বাধা বিপত্তি পার হওয়ার ক্ষেত্রে ঢাকা ক্রেডিটের কর্মীরা সর্বদা সচেতন। প্রতিক‚ল অবস্থা পার হওয়ার জন্য সকল যোগ্যতা ঢাকা ক্রেডিটের কর্মীরা রাখেন। আপনাদের অভিনন্দন জানাই। এ ছাড়াও সেবাপক্ষে ভাল সদস্যদের জন্য প্রণোদনা বা কোনো সম্মাননার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের কর্মীদের মধ্য থেকে যারা ৫ বছর, ১০ বছর এবং ২০ বছর পূর্ণ করেছেন তাদের স্বীকৃতিস্বরূপ সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও সেবাপক্ষে ভাল কাজের স্বীকৃতিরূপ বেস্ট সেবাকেন্দ্র, বেস্ট ডিপার্টমেন্ট এবং বেস্ট পারফরমার পুরস্কার প্রদান করা হয়।

বেস্ট সেবাকেন্দ্র হিসেবে পুরস্কার অর্জন করেছে নদ্দা সেবাকেন্দ্র, বেস্ট ডিপার্টমেন্ট হিসেবে পুরস্কার অর্জন করেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং বেস্ট পারফরমার হিসেবে সেরা পুরস্কার অর্জন করেছেন বাপ্পী জেমস গমেজ ও ডিনা জুলিয়েট রিবেরূ।

সেবাপক্ষের সমাপনী এবং সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও ও সিনিয়র অফিসার চম্পা গমেজ।