ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের সেবামাস-২০২৩’র সমাপনী ও সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান

ঢাকা ক্রেডিটের সেবামাস-২০২৩’র সমাপনী ও সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান

0
424

ডিসিনিউজ ।। ঢাকা
২৭ জুন, সন্ধ্যা ৭টায় ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে. গুড কনফারেন্স হলে ঢাকা ক্রেডিটের সেবামাস ২০২৩’র সমাপনী ও সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, সেক্রেটারি মাইকেল জন গমেজ, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর, ক্রেডিট কমিটি, সুপারভাইজরি কমিটির সদস্য, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, সিওগণ এবং কর্মীগণ।

প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, ‘সেবামাসের লক্ষ্য অর্জনের জন্য ঢাকা ক্রেডিটের সকল কর্মীগণ অক্লান্ত পরিশ্রম করেছেন। সেবামাসে যেসকল সেবাকেন্দ্র, বিভাগ এবং যে কর্মীগণ আজ তাদের কাজের স্বীকৃতির পুরস্কার পেয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের বড় স্বপ্ন দেখতে হবে এবং তা লালন-পালন করে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সামনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যাব এই আশা করছি।’
বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘আপনারা এই প্রতিষ্ঠানের প্রাণ। আপনারা চাইলেই প্রতিষ্ঠান এগিয়ে যাবে। আজকে দেশসেরা সমবায় প্রতিষ্ঠান হওয়ার পেছনে আপনাদের অবদান রয়েছে। আত্মপ্রত্যয় এবং দৃঢ়তা থাকলে যেকোনো কাজে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের সাহসীকতার সাথে সকল বাধা-বিপত্তি ত্যাগ করে এগিয়ে যেতে হবে।’
সার্ভিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের কর্মীদের মধ্য থেকে যারা ৫ বছর পূর্ণ করেছেন তাদের স্বীকৃতিস্বরূপ সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও সেবামাসে ভাল কাজের স্বীকৃতিরূপ বেস্ট সেবাকেন্দ্র, বেস্ট ডিপার্টমেন্ট এবং বেস্ট পারফরমার পুরস্কার প্রদান করা হয়।

বেস্ট সেবাকেন্দ্র হিসেবে পুরস্কার অর্জন করেছে সাধনপাড়া সেবাকেন্দ্র, বেস্ট ডিপার্টমেন্ট হিসেবে পুরস্কার অর্জন করেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং এলআইআরডি ডিপার্টমেন্ট, বেস্ট পারফরমার হিসেবে সেরা পুরস্কার অর্জন করেছেন ইসাহাক ঘাগ্রা এবং মারীয়া গমেজ।
সেবাপক্ষের সমাপনী এবং সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও ও মানব সম্পদ উন্নয়ন বিভাগের ম্যানেজার এলসী ভিক্টোরিয়া গমেজ।