ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized ঢাকা ক্রেডিটের স্টাফ রক্সি’র মাতৃবিয়োগ

ঢাকা ক্রেডিটের স্টাফ রক্সি’র মাতৃবিয়োগ

0
82

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর মহাখালি সেবা কেন্দ্রের সাপোর্ট স্টাফ রক্সি চার্লস কোড়াইয়া’র মা কমলা রড্রিক্স মারা গেছেন।

২৩ ডিসেম্বর, ২০২৪ সকালে একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় তিনি প্রায় ৬০-বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন।

রড্রিক্স মাউসাউদ মিশনের মার্শেল কোড়াইয়ার স্ত্রী, মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।

তার মৃত্যৃতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজসহ পরিচালনা পরিষদ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।