ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের ৭ম ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ক্রেডিটের ৭ম ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

0
272

ডিসিনিউজ ।। ঢাকা

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের ৭ম ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা-২০২৩ কর্মশালা। ২৩ জুন, সমিতির প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এই কর্মশালার শুভ উদ্বোধন করেন।

২৩ এবং ২৪ জুন, গাজীপুর জেলার পুবাইলে নীড় রিসোর্টে ঢাকা ক্রেডিটের ৭ম ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়। সমিতির প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার সভাপতিত্বে এবং কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ঢাকা ক্রেডিটের সেক্রেটারি জন মাইকেল গমেজের নেতৃত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: ও কালব’র চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, দি মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র সেক্রেটারি ইমানুয়েল বাপ্পী মন্ডল, ঢাকা ক্রেডিটের ভাই-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং, ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, প্রধান নির্বাহী অফিসার লিটন টমাস রোজারিওসহ ঢাকা ক্রেডিটের বর্তমান ও প্রাক্তন কর্মকর্তা, উপদেষ্টা, ঢাকা ক্রেডিটের উর্ধ্বতন কর্মী এবং বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এই কর্মশালায় উপস্থিত ছিলেন।

২৩ জুন সকাল ১১টা থেকে এই কর্মশালা শুরু হয়। শুরুতে পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এরপর মি. প্রেসিডেন্ট মোমবাতি প্রজ্জ্বলন করে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে কৌশলগত কর্মপরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণের জন্য আহŸান জানান। এ সময় তিনি বলেন, ‘আমরা ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা থেকে অভিজ্ঞতা নিয়েছি এবং ৭ম ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা করছি। আমরা আশা করি সবাই মিলে ঢাকা ক্রেডিটের এই কর্মপরিকল্পনার নির্দেশনাগুলো অর্জন করতে পারবো।’

কর্মশালায় অন্যান্য অতিথিবৃন্দ ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা করেন এবং সেই সাথে ঢাকা ক্রেডিটকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন বলে উল্লেখ করেন। তারা আশা করেন, অনুষ্ঠিত ৭ম ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনার আলোকে ঢাকা ক্রেডিট সদস্যদের আশা-আকাঙ্খা পূরণে আরো বেশি কার্যকর হবে।

প্রথম দিন ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। এরপর প্রতিষ্ঠানের বর্তমান আর্থিক চিত্র নিয়ে সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা এবং বর্তমান ট্রেজারার সুকুমার লিনুস ক্রুশ, ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনার প্রক্রিয়াসমূহ নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, TOWS বিষয়ে সংক্ষিপ্ত ধারনা প্রদান এবং SWOT কে কিভাবে উপযুক্তভাবে ব্যবহার করা যায় তা নির্ধারন করা নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ও সিইও লিটন টমাস রোজারিও, ডিভাইন মার্সি হাসপাতাল লি:’র বিষয়ে প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ও বর্তমান প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া আলোচনা করেন। এ দিন সেক্রেটারি মাইকেল জন গমেজের নেতৃত্বে সোয়াট এনালাইসিস এবং সুপারিশকৃত বিষয়ের উপর গ্রæপভিত্তিক দলীয় আলোচনায় অংশ নেয় সকলে এবং পরের দিন সকালে প্রেসিডেন্ট কোড়াইয়া ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস সুপারিশকৃত আলোচনার সার-সংক্ষেপ উপস্থাপন করেন।

দ্বিতীয় দিন সমিতির ভিশন, মিশন ও কোর ভ্যালু পুনর্বিবেচনা বিষয় নিয়ে ভাইস-প্রেসিডেন্ট পাপড়ী দেবী আরেং ও সাবেক প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, কার্যক্রম ভিত্তিক লক্ষ্য ও লক্ষ্য অর্জনের কৌশল নির্ধারণ ও চ‚ড়ান্তকরণ বিষয় নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও বর্তমান প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের লক্ষের সাথে জাতিসংঘের টেকসই লক্ষ্যমাত্রার সামাঞ্জস্যতা বিষয় নিয়ে এডিসিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ও মঞ্জু মারিয়া পালমা বিষয়ভিত্তিক উপস্থাপন করেন। বিকেলে চ‚ড়ান্ত কৌশলগত পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন প্রেসিডেন্ট কোড়াইয়া। এরপর উপস্থিত অতিথিবৃন্দরা ও অন্যান্যরা রূপলেখায় স্বাক্ষর করেন এবং এই ৭ম ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনার চ‚ড়ান্ত রূপরেখা অর্জনে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

৭ম ত্রি-বার্ষিক কৌশলগত কর্মপরিকল্পনা কর্মশালার সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জন মাইকেল গমেজ।