শিরোনাম :
ঢাকা ক্রেডিটে ঋণ থাকা অবস্থায় নতুন ঋণ নিতে পারবেন
ডিসিনিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটে ঋণ যাঁরা পরিশোধ করেছেন এবং দ্বিতীয় ঋণ চলমান আছে, তাঁরা দ্বিতীয় ঋণটা পরিশোধ না করে তাঁরা চাইলে তৃতীয় ঋণের জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে তৃতীয় ঋণ পাশ হওয়ার পর, ওই পাশকৃত টাকা থেকে তাঁর দ্বিতীয় ঋণে যে অংশ বাকি আছে, তা সমন্বয় করা হবে। অর্থাৎ ঋণ থাকা অবস্থায় ঢাকা ক্রেডিট দিচ্ছে পুনরায় ঋণ নেওয়ার অপূর্ব সুযোগ।
আগে নিয়ম ছিলো ঋণ সম্পূর্ণ পরিশোধ করে ঢাকা ক্রেডিট থেকে নতুন ঋণের আদেন করতে হবে। এখন পূর্বের ঋণ পরিশোধ না করে নতুন ঋণের আবেদন করতে পারবেন এবং সেই ঋণ পাশ হওয়ার পর আগে যে ঋণ অপরিশোধিত আছে তা নতুন ঋণ থেকে কেটে রাখা হবে।
কেন এই উদ্যোগ? এই করোনা মহামারিতে অনেক সদস্য ঋণ থাকা অবস্থায় আর্থিক সংকটে আছেন। সেই সংকট থেকে উত্তোরণের জন্য তিনি আত্মীয়-স্বজনের ক্রেডিটের বই থেকে ঋণ করে নিজের বাকি থাকা ঋণ পরিশোধ করে পুরনায় ঋণ নিচ্ছেন। অনেকে উচ্চ সুদে অন্যের নিকট থেকে টাকা নিয়ে বর্তমানে থাকা ঋণ পরিশোধ করছেন। সদস্যদের যেন এটা না করতে হয়, সেই উদ্দেশ্যেই এই টপ-আপ ঋণের ব্যবস্থা করা হয়েছে।
তবে দ্বিতীয় ঋণ কমপক্ষে এক বছর নিয়মিত পরিশোধ করতে হবে এবং গৃহীত ঋণের ২৫% পরিশোধ থাকতে হবে।
এই ঋণের সুযোগ নিতে যোগাযোগ করুন ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয় বা নিকটস্থ সেবাকেন্দ্রগুলোতে।