শিরোনাম :
ঢাকা ক্রেডিটে জুন মাস পর্যন্ত জরিমানা ছাড়া কিস্তি প্রদান করা যাবে
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে যে সকল সম্মানিত সদস্য মার্চ, এপ্রিল ও মে মাসের কিস্তি ও বিভিন্ন মাসিক সঞ্চয় আমানতের টাকা জমা দিতে পারেননি বা পারবেন না তাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ২৬ এপ্রিল, ২০২০ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত পরিচালকমন্ডলি, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির ৫ম যৌথ সভায় নিন্মোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১. যে সকল সদস্য মার্চ, এপ্রিল ও মে মাসের কিস্তি জমা দিতে পারেন নাই বা পারবেন না তাদের খেলাপী হিসেবে গণ্য করা হবে না এবং এর জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী জরিমানাও প্রদান করতে হবে না।
২. সদস্যগণ আগামী জুন ২০২০ পর্যন্ত জরিমান ছাড়া কিস্তি প্রদান করতে পারবেন।
৩. যে সমস্ত সদস্য উল্লেখিত সময়ে (জুন ২০২০ পর্যন্ত) সমুদয় টাকা পরিশোধ করতে অপারগ তারা ১ মাসের কিস্তি ও সুদ প্রদান সাপেক্ষে লিখিত আবেদনের প্রেক্ষিতে বকেয়া কিস্তি ও সুদের টাকা আগামী ৩-৬ মাসের মধ্যে ভাগ করে জমা দিতে পারবেন অথবা ঋণ পরিশোধের মেয়াদ আনুপাতিকহারে বৃদ্ধি করে বকেয়া সুদের টাকা আগামী ৩-৬ মাসের মধ্যে প্রদান করতে পারবেন।
৪. সমিতি বন্ধ থাকার কারণে যে সকল সদস্য এপ্রিল বা মে মাসের মাসিক সঞ্চয় আমানতের জমাসমূহ নির্ধারিত তারিখে দিতে পারেননি বা পারবেন না তারাও জরিমানা বা বিলম্ব ফি ছাড়া জুন মাসের মধ্যে জমা প্রদান করতে পারবেন অথবা আমানত হিসাবের মেয়াদ পূর্তির সময় আনুপাতিকহারে বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন।
উল্লিখিত বিষয়ে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।
আরো পড়ুন:
করোনার মহামারিতে প্রান্তিক সদস্যদের পাশে ঢাকা ক্রেডিট
মধ্যবিত্ত ও সাময়িকভাবে দুর্দশাগ্রস্থ সদস্যদের আর্থিক সমস্যা কিছুটা নিরসন কল্পে কমোডিটি ঋণ