ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটে ১৫ জনের চাকরির সুযোগ

ঢাকা ক্রেডিটে ১৫ জনের চাকরির সুযোগ

0
2163

ডিসিনিউজ || ঢাকা

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা- (ঢাকা ক্রেডিট) আইন অফিসার, ট্রেইনী অফিসার, ক্লিনার ও ইলেক্ট্রিশিয়ান পদে মোট ১৫ জনকে নিয়োগ দিবে।

পুরুষ আইন অফিসার এক জন; শিক্ষাগত যোগ্যতা এল.এল.এম ও ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনুর্দ্ধ ৪০ বছর।

ট্রেইনী অফিসার পদে নিয়োগ দেওয়া হবে নয় জনকে। এই পদের শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় প্রশাসন/বানিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী। বয়স অনুর্দ্ধ ৩০ বছর।

অষ্টম শ্রেণি পাশে ক্লিনার নেওয়া হবে তিনজন। বয়স অনুর্দ্ধ ৩৫ বছর।

এবং ইলেকট্রিকাল ট্রেড কোর্স/ডিপ্লোমা পাশে ইলেক্ট্রিশিয়ান নেওয়া হবে দুই জন। বয়স অনুর্দ্ধ ৩৫ বছর।

উল্লেখিত সবকটি পদের বেতনই আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর।

বিস্তারিত দেখুন: