শিরোনাম :
ঢাকা ক্রেডিটে ৫৫ জনের জরুরি নিয়োগ
ডিসিনিউজ || ঢাকা
ঢাকা ক্রেডিটের ‘ঢাকা ক্রেডিট সিকিউরিটি’ ডিপার্টমেন্টে আগস্টের মধ্যে মোট ৫৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে।
সিকিউরিটি সুপারভাইজার পদে নিয়োগ হবে পাঁচজন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। বয়স ২৫-৫০ বছর।
সিকিউরিটি গার্ড পদে নিয়োগ হবে ৫০ জন। শিক্ষাগত যোগ্যতা ৯ম শ্রেণি পাস। বয়স ১৮-৪২ বছর।
উভয় পদের জন্য বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে।
সুযোগ সুবিধাঃ- চাকরিতে ওভারটাইমের ব্যবস্থা আছে। বাসস্থান ফ্রি। বিনামূল্যে পোশাক-পরিচ্ছদ সরবরাহ করা হয়। নিজস্ব প্রতিষ্ঠানের প্রশিক্ষণকেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক দ্বারা বিনামূল্যে পেশাগত মৌলিক প্রশিক্ষণের পর নিয়োগ প্রদান এবং প্রশিক্ষণকালীন সময়ে থাকা ফ্রি তবে খাবার নিজের। আট (৮) ঘন্টা ডিউটি। পরবর্তীতে ডিউটি করলে ওভার টাইমের ব্যবস্থা আছে। বছরে দুটি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি দেওয়া হবে। অভিজ্ঞ ও অবসর প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
আবেদন পত্রের সাথে যা প্রয়োজন: (ক) স্ব-হস্তে লিখিত দরখাস্ত ও বায়োডাটা (খ) ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি (গ) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব/চারিত্রিক সনদপত্র (ঘ) ভোটার আই ডি কার্ডের ফটোকপি (ঙ) রক্তের গ্রুপ।
শর্তাবলী : যে কোন অফিস/ প্রতিষ্ঠানে /এপার্টমেন্টে এবং ঢাকার বাহিরে বিভিন্ন জেলা/উপজেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে।
আবেদন পত্র পাঠাবার শেষ তারিখ: আগামী ১০ই আগস্ট ২০২০ ইং তারিখ পর্যন্ত। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ থাকতে হবে।
আবদনপত্র পাঠাবার ঠিকানা:
ঢাকা ক্রেডিট (সিকিউরিটি সার্ভিস ডিপার্টমেন্ট)
১৭৩/১/এ, পূর্ব তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫
ইমেইল- deperese100@gmail.com/kazal4m@gmail.com
মোবাইল 01709815488,01904510577,01709993096